আমাদের সিলেট ডটকম:
সিলেটের দক্ষিণ সুরমার হাজরাই-কামালবাজার রাস্তায় শুক্রবার দুপুর ২ টার দিকে একটি সিএনজি অটোরিকশা যাত্রীরা ছিনতাইয়ের শিকার হয়েছেন। তাদের কাছ থেকে ছিনতাইকারীরা স্বর্ণের চেইন ও মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়।
ছিনতাইর শিকার খছরু মিয়া সাংবাদিকদের জানান, বালাগঞ্জ উপজেলার জামালপুর গ্রামের বাসিন্দা খছরু মিয়া ও তার স্ত্রী হাসনা বেগম এবং ছেলেকে নিয়ে ছাতকে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে দক্ষিণ সুরমার হাজরাই-কামালবাজার রাস্তায় হাজরাই মসজিদের পশ্চিম পাশে আসামাত্র একটি মোটর সাইকেল যোগে ২ ছিনতাইকারী তাদের সিএনজি অটোরিকশার সামনে মোটরসাইকেলটি আড়াআড়ি করে রেখে চোখ থেকে এক সাথে দু’জন চশমা খোলে শাটের মধ্যখানে রাখে। পকেট থেকে একজন বের করে একটি ছুরি। অপর জন বের করে ছোট একটি পিস্তল। এ সময় স্বামী-স্ত্রীর বুকে পিস্তল ও ছুরা ধরে দু’ই ছিনতাইকারী ‘‘ঈদ মোবারক’’ বলেই স্ত্রীর গলা থেকে ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ও খছরু মিয়ার হাতের মোবাইল ফোন সেট ছিনিয়ে নিয়ে ওই দুইজন দ্রুত পালিয়ে যায় ।
পরে খবর পেয়ে দক্ষিণ সুরমা ও জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে দৰিণসুরমা থানা পুলিশ জানায়, থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া দেয়া হয় নি। দিলে অবশ্যই ছিনতাইকারীদের ধরতে পদক্ষেপ নেয়া হবে।
স্পট : দক্ষিণ সুরমার কামালবাজার – এলাকা ছিনতাইকারীরাও ‘ঈদ মোবারক’ বলে!
Friday, August 1, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment