সিলেটে বৃদ্ধ পিতাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত ছেলে আটক

Saturday, August 2, 2014

আমাদের সিলেট ডটকম:

সিলেটে পিতাকে ধারালো দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুর্বতর আহত করেছে এক ছেলে। গতকাল শুক্রবার ভোররাত সাড়ে ৫ টার দিকে নগরীর পশ্চিম পীর মহল্লা ঐক্যতান ১৩৭/২ নম্বর নিচ তলার বাসায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ স্টিলের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে বৃদ্ধ আশরাফুল রহমান ওরফে লাইছ মিয়াকে (৭০) মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। আহত লাইছ মিয়া জগন্নাথপুর থানার লোহারগাঁও ক্ষেত্রপাড়ার মৃত আঞ্জব উল্লা্যর পুত্র। বর্তমানে তিনি স্বপরিবার নিয়ে পশ্চিম পীর মহল্লা ঐক্যতান ১৩৭/২ নম্বর বাসায় বসবাস করতেন। আহত লাইছ মিয়ার আশংকাজনক হওয়ায় তিনি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

এ ঘটনায় পুলিশ পিতাকে উপর্যুপরি কুপানো দায়ে ছেলে মাহবুবুর রহমান (২৭)কে আটক করেছে। এ সময় পুলিশ রক্তমাখা একটি ধারালো বটি দা জব্দ করে। গতকাল শুক্রবার পুলিশ আটককৃত মাহবুবুর রহমানকে ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় আপাতত গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।

পুলিশ সুত্রে জানা গেছে, গতকাল শুক্রবার ভোররাত সাড়ে ৫ টার দিকে মাহবুবুর রহমান তার শয়ন কক্ষে বৃদ্ধ পিতা আশরাফুল রহমান ওরফে লাইছ মিয়াকে দরজা বন্ধ করে এলোপাতাড়িভাবে ধারালো বদি দা দিয়ে কুপাতে থাকে। এক পর্যায়ে মাহবুবুর তার পিতার হাতের কুনুতে, বুকের নীচের ডান-বাম পাশে, নাভির ডান পাশের কয়েকটি, পেটের ভুড়ি ৪ ভাগের ১ ভাগ বের করে ফেলা, হাটু ও বাম হাতের কব্জির নীচে কুপিয়ে গুরুতর জখম করে। পরিবারে লোকজন দ্রুত পুলিশকে খবর দেন। পরে এয়ারপোর্ট থানার এসআই মোঃ মাছুদ রানা ঘটনাস্থলে পৌঁছে স্টিলের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে কুপানো রক্তাক্ত অবস্থায় আশরাফুল রহমান ওরফে লাইছ মিয়াকে উদ্ধার করে দ্রুত তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে হয়। এ সময় রক্তমাখা বটি দাসহ তার ছেলে মাহবুবুর রহমানকে আটক করা হয়েছে। গতকাল আটককৃত মাহবুবুর রহমানকে আপাতত ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে তার অবস’া আশংকাজনক। তাকে অপারেশন থিয়েটারে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে আহতের পরিবারে সদস্যরা জানিয়েছেন, মাহবুবুর রহমান মানসিক রোগী।

এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মাছুদ রানা জানান, আহত আশরাফুল রহমান ওরফে লাইছ মিয়ার স্ত্রী সমারাজুন নেছা (৫৫) মেয়ে সুলতানা ইয়াছমিন (২৩)ও সুলতানা শারমিন (১৯) পিতার চিকিৎসার কাজে ব্যবস্থা থাকায় এ ঘটনায় আপাতত অভিযোগ দায়ের করবেন না। তবে পিতা সুস্থ হলে থানায় অভিযোগ দায়ের করবেন। বর্তমানে আহতকে অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশংকাজনক। তবে আশরাফুল রহমান ওরফে লাইছ মিয়াকে তার ছেলে মাহবুবুর কেন এমন ভাবে কুপিয়ে আহত করেছে তা রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License