খলিলুর রহমান:
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, দেশের বর্তমানে রাজনৈতিক সংকটে বিদেশী অপশক্তি আমাদের সার্বভৌমত্ব বিনষ্টে উৎসাহিত হচ্ছে। উন্নয়ন ও অগ্রগতি বাধাগ্রস্থ হবে। তিনি বৃহস্পতিবার বিকালে ঐতিহাসিক সিলেট সিটি পয়েন্টে এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বক্তৃতাকালে তিনি অবিলম্বে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে দেশকে ধ্বংসের হাত থেকে উদ্ধারে ভুমিকা পালন করতে সরকারের প্রতি আহবান জানান।
ইসলামী আন্দোলন সিলেট মহানগর সভাপতি মুফতী ফখর উদ্দীনের সভাপতিত্বে সিলেট মহানগর সেক্রেটারী মহানগর সেক্রেটারী ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ ও সিলেট জেলা ইশা ছাত্র আন্দোলনের সভাপতি হাফিজ মাহমুদুল হাসানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। সমাবেশে আরও বক্তব্য রাখেন সিলেট জেলা সেক্রেটারী আলহাজ্ব নজির আহমদ, মহানগর সহ-সভাপতি মাওলানা আব্বাস উদ্দীন, জেলা সাংগঠনিক সম্পাদক মুফতী লোকমান খান, মহানগর সাংগঠনিক সম্পাদক বেলাল আহমদ, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা সভাপতি মাওলানা ফয়েজ আহমদ, জৈন্তাপুর উপজেলা সভাপতি মাওলানা জিল্লুর রহমান।
বর্তমান রাজনৈতিক সংকটে বিদেশী অপশক্তি আমাদের সার্বভৌমত্ব বিনষ্টে উৎসাহিত হচ্ছে : সিলেটে চরমোনাই পীর
Thursday, November 7, 2013
Labels:
# সিলেট ২৪ নিউজ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment