ওসমানীনগরে হরতাল বিরোধী মিছিল-পিকেটিং, আটক ১

Monday, November 4, 2013



hortalসিতু সূত্রধর,ওসমানীনগর প্রতিনিধি

১৮দলীয় জোটের ঢাকা হরতালের প্রথম দিন সকালে ওসমানীনগরে হরতাল বিরোধী মিছিল-পিকেটিং করা হয়েছে। থানা গোয়ালাবাজার এলাকা থেকে হরতাল বিরোধী মিছিল-পিকেটিং থেকে থানা ছাত্রদলের সদস্য সালাম মিয়াকে আটক করে পুলিশ।

সোমবার সকালে হরতাল চলাকালে সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজারে হরতাল সমর্থন ও নির্দলীয় সরকারের দাবিতে মিছিল করেছে ১৮দলীয় জোট। মিছিলটি সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজারের দক্ষিণপ্রান্ত থেকে উত্তর প্রান্ত পর্যন্ত প্রদক্ষিণ করা হয়। সকাল ৭টার দিকে মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে দেয় পিকেটিংরা। মিছিলের পূর্বে একটি পথ সভা অনুষ্ঠিত হয়। থানা বিএনপি সহ-সাধারণ সম্পাদক গয়াছ মিয়া, থানা বিএনপি সদস্য মুনির আহমদ মনির, থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক আলাল মিয়া, সদস্য কবির খাঁনসহ ১৮দলীয় অর্ধশতাধীক নেতা কর্মি ছিলেন।

এ ব্যাপারে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ জুবের আহমদ বলেন, মিছিল-পিকেটিং থেকে একজনকে আটক করা হয়েছে। আটককৃত সালাম মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License