সিতু সূত্রধর,ওসমানীনগর প্রতিনিধি
শেরপুরে ৪টি রামদাসহ বিপুল সংখ্যক জিহাদী বই ও লিফলেট জামায়াত নেতা রোমান মিয়া নার্সারী থেকে উদ্ধার করে ফাঁড়ি পুলিশ। তবে এ ব্যাপারের কাউকে আটক করা হয়নি। জানা যায়, মৌলভীবাজার সদর থানার শেরপুরের আফরোজগঞ্জ বাজারে সদর জামায়াত নেতা রোমান মিয়া নার্সারী থেকে দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তল্লাশি করেন। নার্সারীর ভিতর থেকে তল্লাশী করে পরিতাক্ত অবস্থায় ৪টি রামদা, স্টীরের পাইপ ৪টি, রড ২টি, শতাধিক জিহাদী বই ও প্রচুর পরিমান লিফলেট উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। পুলিশ নার্সারীর মালিক রোমান মিয়াকে আটক করার জন্য নজরদারী রয়েছে। এলাকাবাসী জানান, উক্ত নার্সারীতে রাতের বেলায় অনেক অপরিচিত লোকের আনাগুনা দেখা যায়। কিন্তুজামায়াত নেতা রোমান মিয়ার ভয়ে কেউ মুখ খুলে না। এ ব্যাপারে শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নির্মল টন্দ্র দেব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৪টি রামদাসহ বিপুল সংখ্যক জিহাদী বই ও লিফলেট রোমান নার্সারী থেকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হবে।
শেরপুরে ৪টি রামদা ও বিপুল সংখ্যক জিহাদী বই উদ্ধার
Monday, November 4, 2013
Labels:
# সিলেট ২৪ নিউজ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment