সুরমা টাইমস রিপোর্টঃ সিলেটে ১৮ দলের হরতালকে প্রত্যাখান করে সমাবেশ করেছে আওয়ামীলীগসহ ১৪ দল। সোমবার দুপুরে নগরীর কোর্ট পয়েন্ট থেকে জেলা ও মহানগর আওয়ামীলীগসহ ১৪দল হরতালকে প্রত্যাখান করে মিছিল বের করে। পরে নগরীর কোর্ট পয়েন্টে এক সভার মাধ্যমে শেষ হয় কর্মসুচী।
মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন- খালেদা জিয়া গণতন্ত্রে বিশ্বাসী নয় বলেই আলোচনায় না বসে হরতাল আহ্বান করে দেশে জ্বালাও-পোড়াও চালাচ্ছেন। খালেদা জিয়া দেশে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে তার দুর্নীতিবাজ ছেলেদের ও মানবতাববিরোধী অপরাধে দন্ডিতদের রক্ষা করতে চান। কিন্তু তার এই হীন ষড়যন্ত্র কখনোই সফল হবে না।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির চৌধুরী সুফিয়ান, মহাগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, শ্রমিকলীগ নেতা আবদুর রহমান, যুবলীগ নেতা শামীম আহমদ প্রমুখ।
No comments:
Post a Comment