সুরমা টাইমস রিপোর্টঃ ১৮ দলীয় জোটের টানা ৬০ ঘণ্টার হরতালে আইন-শৃঙ্খলা রাক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে সিলেটে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) নামানো হয়েছে। রোববার রাত ৮টার পর থেকে ৩ প্লাটুন বিজিবি নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে টহল শুরু করেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মো. আইয়ুব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এছাড়া আরো ২ প্লাটুন বিজিবি রিজার্ভে রাখা হয়েছে। উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সোমবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৬০ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করেছে ১৮ দলীয় জোট।
এর আগেও তারা ২৭ অক্টোবর সকাল ৬টা থেকে থেকে ২৯ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৬০ ঘণ্টার হরতাল পালন করে। এতে বেশ কয়েকজনের মৃত্যু হয় এবং অসংখ্য গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। রোববার সকাল থেকে হরতাল চলা পর্যন্ত বিজিবি ভ্রাম্যমান আদালতের সাথে টহল দিবে বলেও জানায় পুলিশ।
সিলেটে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন
Monday, November 4, 2013
Labels:
# সুরমা টাইমস
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment