হরতাল : সিলেটে পক্ষে বিএনপির ও বিপক্ষে আওয়ামী লীগের মিছিল সমাবেশ
নিজস্ব প্রতিবেদক : নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিএনপি-জামাতের নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট আহুত ৬০ ঘণ্টার হরতালের ২য় দিনে সিলেটে বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকলেও রাজপথে রিক্সাসহ হালকা যানবাহনের চলাচল প্রায় স্বাভাবিক ছিল।
সকাল থেকে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় পিকেটিং করা হয়।
এছাড়া বের করা হয় মিছিল। মিছিল শেষে বন্দরবাজার পয়েন্টে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি এম. এ হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সদস্য শফি আহমেদ চৌধুরী, কেন্দ্রীয় সদস্য আবুল কাহের শামীম, জেলা সিনিয়র সহ সভাপতি দিলদার হোসেন সেলিম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল গফফার, মহানগর সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী, জেলা যুগ্ম সম্পাদক মাহবুবুর রব ফয়ছল, মহানগর যুগ্ম সম্পাদক আজমল বকস সাদেক, জেলা সাংগঠনিক সম্পাদক আলী আহমদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে এম. এ হক বলেন, ৬০ ঘণ্টা হরতালের প্রথমদিনে পাঁচজন নেতাকর্মীকে সরকারের নিদের্শে গুলি করে যেভাবে হত্যা করা হয়েছে তা কোন সভ্য সমাজের পরিচয় বহন করে না। বিএনপি সরকার গঠন করলে এসব হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হবে।
অন্যদিকে দুপুরে কোর্ট পয়েন্ট থেকে জেলা ও মহানগর আওয়ামী লীগ হরতাল বিরোধী মিছিল বের করে।
পরে কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দলের জেলা সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি-জামাত নির্বাচন চায়না। তারা বাংলাদেশের সর্বনাশ করতে চক্রান্তে মেতে উঠেছে।
তারা বিএনপি-জামাতের চক্রান্ত প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
No comments:
Post a Comment