খন্দকার আব্দুল মালিক ফাউন্ডেশনের চেয়ারম্যান বিএনপি নেতা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সেলাই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত ছেলে-মেয়েরা বেকারত্ব থেকে রেহাই পাবে। দেশের উন্নয়নেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। কারাগরি প্রশিক্ষণ এমন একটি প্রশিক্ষণ যার চাহিদা দিন দিন বেড়েই চলছে। লেখাপড়ার পাশাপাশি সেলাই প্রশিক্ষণ ও কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করলে অবহেলিত এই অঞ্চল অধিক উপকৃত হবে। আমাদের পূর্ব পুরুষরা আগে অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত ছিলেন। এখন আমরা অনেক পিছিয়ে পড়েছি। পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের সন্তানদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
গত ৬ নভেম্বর বিকেলে সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নে খন্দকার আব্দুল মালিক ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রী সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো তিনি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জমির উদ্দিনের সভাপতিত্বে ও শামছুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সমাজসেবী আলহাজ্ব মশাহিদ আলী। সমাজসেবী ও শিক্ষানুরাগী মাস্টার শামস উদ্দিন, মোঃ রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- রাজারগাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, সমাজসেবী কাজী মিছবাহুল ইসলাম, উপজেলা যুবদল নেতা আব্দুল খালিক, ফারুক আহমদ, বিএনপি নেতা এম.এ. রহিম, ছাত্রদলের সহ-সভাপতি শামীম আহমদ, প্রচার সম্পাদক আলীউর রহমান আলী, জেলা জিয়া শিশু-কিশোর সংগঠনের আহবায়ক আশিকুজ্জামান আশিক, হাটখোলা জালালাবাদ দুর্নীতি দমন পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন, সাবেক মেম্বার, আফতাব উদ্দিন, আরব আলী, জবান খান, নুরুল ইসলাম, দিলবর আহমদ, সমাজসেবী আজির উদ্দিন, তৈয়বুর রহমান বিরাই, ইউপি সদস্য দেলোয়ার হোসেন, আব্দুল জব্বার এলাই, আতাউর রহমান, আব্দুল কাইয়ুম, এ.টি.এম. মুনইমুল হক সেলিম, বশির উদ্দিন, ফারুক আহমদ, রফিক মিয়া, নিজাম উদ্দিন, সংরক্ষিত সদস্য ইয়ারুন নেছা, নেওয়ারুন নেছা, মমতাজ বেগম, ছাত্রদল নেতা সাজ্জাদ আহমদ শাহীন, সেলিম আহমদ, শাহীনুর আলম, কোরবান আলী, হাসান মাহমুদ, আহমদ আলী, সামছুল হক, হেলাল আহমদ মাসুম, এস.কে. শাহীন, আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, মুশাহিদুল ইসলাম, তারেক আহমদ, বাবরুল ইসলাম, আব্দুল গফুর, রহমত আলী, মোহাম্মদ আলী, সিরাজ উদ্দিন, ময়নুল ইসলাম, জুনেদ আহমদ, রফিক আহমদ, সরোয়ার আহমদ, শিবির নেতা শিহাব উদ্দিন, এ.কে.এম. আব্বাস, এ.কে.এম. শামীম, রুহুল আমীন, এম.আই. মালিক প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, মালিক ফাউন্ডেশনের উদ্যোগে হাজার হাজার একর অনাবাদি জমিকে সেচ প্রকল্পের আওতায় এনে ২/৩ ফসল উৎপাদনের উদ্যোগ নেয়া হয়েছে। এতে এলাকার জনগণের সহযোগিতা থাকলে প্রতিটি পরিবারের কৃষকরা এর সুফল ভোগ করতে পারবেন। বিজ্ঞপ্তি
হাটখোলায় সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন
Thursday, November 7, 2013
Labels:
# সুরমা টাইমস
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment