বিপ্লব ও সংহতি দিবসে নগর জামায়াতের আলোচনা সভা

Thursday, November 7, 2013

Sylhet City Jamat Photo 07-11-13বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগর নেতৃবৃন্দ বলেছেন, দেশ ও জাতি আজ চরম সংকটকাল অতিবাহিত করছে। আওয়ামীলীগ অবৈধ উপায়ে ক্ষমতায় থাকতেই পরিকল্পিতভাবে দেশে এই সংকট সৃষ্টি করেছে। ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী জনতার সম্মিলিত বিপ্লবের মাধ্যমে মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পেয়েছিল। অবরুদ্ধ অবস্থা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করার মাধ্যমে আধিপত্যবাদীদের হাত থেকে মুক্তি পেয়েছিল গনতন্ত্র। দেশ ও জাতির এই চরম ক্রান্তিলগ্নে ৭ ই নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে আধিপত্যবাদী ও ফ্যাসীবাদীদের প্রেতাত্মা আওয়ামীলীগের হাত থেকে গনতন্ত্র ও মানুষের ভোটের অধিকার রক্ষায় সকল শ্রেনী পেশার মানুষদের সমন্বয়ে সুদৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে।

নেতৃবৃন্দ আরো বলেন, আওয়ামীলীগ সংবিধানের দোহাই দিয়ে নিজেদের স্বার্থে সংবিধান সংশোধন করে অবৈধ ফায়দা লুটার ষড়যন্ত্র করছে। প্রকৃতপক্ষে আওয়ামীলীগ বাকশালী শাসন প্রতিষ্ঠা করতে জনগনের পবিত্র আমানত সংবিধানকে ছিন্নভিন করে ফেলেছে। আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে সরকারের গণহত্যা, গণমামলা, গণগ্রেফতার, খুন ও গুম ফ্যাসীবাদি শাসনের নিকৃষ্টতম অধ্যায়ের সুচনা করেছে। বিরোধী নেতাকর্মীদের উপর সরকারের নির্মম নির্যাতন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। দেশের আপামর জনতার প্রাণের দাবী তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে গায়ের জোরে তারা দেশ পরিচালনা করছে। ফলে দেশ ক্রমশই অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করুন, জাতীয় নেতৃবৃন্দকে মুক্তি দিন। অন্যথায় সম্মিলিত জনতার বিপ্লবের মাধ্যমে আওয়ামীলীগের চূড়ান্ত পতন নিশ্চিত হবে।

গতকাল বৃহস্পতিবার ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সিলেট মহানগর জামায়াত আয়োজিত আলোচনা সভায় নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। মহানগর জামায়াতের আমীর ডা: সায়েফ আহমদের সভাপতিত্বে সহকারী সেক্রেটারী মো: শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান, মহানগর নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন, সেক্রেটারী মো: ফখরুল ইসলাম, জামায়াত নেতা উপাধ্যক্ষ আব্দুস শাকুর, মাওলানা আব্দুল মুকিত, মুফতি আলী হায়দার, আব্দুল্লাহ আল মুনিম, মো: আইনুল ইসলাম, কাউন্সিলর সোহেল আহমদ রিপন প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, আওয়ামী দুঃশাসনে অতিষ্ঠ হয়ে গনতন্ত্রকামী মানুষ আজ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছে। অতীত থেকে শিক্ষা নিয়ে আওয়ামীলীগকে গনতন্ত্রের পথে ফিরে আসতে হবে। জনতার সম্মিলিত সংগ্রামে গণবিস্ফোরনে রুপ নেয়ার আগেই আওয়ামীলীগকে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করে পদত্যাগ করতে হবে। গায়ের জোরে বিরোধী দলবিহীন জাতীয় নির্বাচনের অপচেষ্টা করলে আওয়ামীলীগকে চরম মূল্য দিতে হবে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License