গোলাপগঞ্জে ছাত্রলীগ নেতাকে গুরুতর আহত করেছে জামাত-শিবির ক্যাডাররা
নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কায়স্তগ্রামে এক ছাত্রলীগ নেতাকে জামাত-শিবির ক্যাডাররা কুপিয়ে গুরুতর আহত করেছে বলে খবর পাওয়া গেছে।
গোলাপগঞ্জ থেকে একজন সাংবাদিক জানান, মঙ্গলবার ৫ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে ছাত্রলীগ নেতা মনিরুল হক পিনু তার বাড়ি থেকে বের হয়ে সিলেট-গোলাপগঞ্জ সড়কে উঠামাত্র দুইটি মোটর সাইকেলে আসা জামাত-শিবির ক্যাডাররা তার উপর ঝাঁপিয়ে পড়ে।
জামাত-শিবির ক্যাডাররা মনিরুল হক পিনুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়।
মনিরুল হক পিনুর দুহাতের রগ কেটে দেয়া হয়েছে বলে জানা গেছে।
আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
No comments:
Post a Comment