জয়পুরহাটের আক্কেলপুরে টিআরের ভাগাভাগি নিয়ে চেয়ারম্যান-মেম্বার হাতাহাতি
এস এস মিঠু, জয়পুরহাট : টিআর প্রকল্পের টাকা ভাগবাটোয়ারা নিয়ে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও এক মেম্বারের মধ্যে হাতাহাতি হয়েছে।
মঙ্গলবার ৫ অক্টোবর দুপুর আনুমানিক ১২টার দিকে আক্কেলপুর উপজেলা পরিষদ মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টিআর প্রকল্পের বরাদ্দ নিয়ে উপজেলার সোনামুখি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান আলী ও ২নং ওয়ার্ডের মেম্বার মাসুদ রানার মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে এই হাতাহাতির ঘটনাটি ঘটে। ওই সময় উভয়ে চরম উত্তেজিত হয়ে একে অপরকে ঝাঁপটে ধরলে আশেপাশের লোকজন দ্রুত ছুটে গিয়ে তাদের দুজনকে আলাদা করেন।
এ সম্পর্কে জানতে চাইলে সোনামুখি ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য মাসুদ রানা জানান, টিআর প্রকল্পের সব বরাদ্দই চেয়ারম্যান এককভাবে ভোগ করতে চান। আর তা নিয়েই তার সাথে হাতাহাতির এ ঘটনা ঘটেছে।
অপরদিকে চেয়ারম্যান সোলায়মান আলী তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, টিআর প্রকল্পে মেম্বারদের বরাদ্দ কম হওয়ায় ওই মেম্বার এ ধরনের ঘটনা ঘটিয়ে তাকে জনসমক্ষে হেয় করেছেন।
No comments:
Post a Comment