শুক্রবার সিলেট আসছেন জয়,ববি – আ‘লীগের ব্যাপক প্রস্তুতি

Thursday, November 7, 2013

Joyসুরমা টাইমস রিপোর্টঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজিব ওয়াজেদ জয় আগামীকাল শুক্রবার সিলেট আসছেন। বঙ্গবন্ধুর আরেক দৌহিত্র, শেখ রেহানা পুত্র মুজিব সিদ্দিকী ববি তার সফরসঙ্গী হিসেবে থাকবেন। তাকে বরণ করে নিতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের পৰ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আগামীকাল শুক্রবার দুপুর সোয়া ২টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে সিলেট এসেছে পৌছাবেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযু্‌ক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়। সিলেট পৌছে প্রথমে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করবেন তিনি। পরে নগরীর একটি হোটেলে সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবে জয়। রাতে সিলেট নগরীর রিকাবীবাজারস্থ নজরুল অডিটোরিয়ামে তিনি সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবে। শনিবার সকালে পুণরায় ঢাকা ফিরে যাবেন তিনি।

আজ দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। তিনি জানান, সিলেটে প্রথম বারের মত সফরে আসা সজিব ওয়াজেদ জয়কে বরণ করে নিতে সিলেট আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ওসমানী বিমান বন্দরে তাকে সংবর্র্ধনা দেয়া হবে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে। মিসবা উদ্দিন সিরাজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভিশন-২০২১ ঘোষণা করেছেন, তার অন্যতম রূপকার প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়। তার নেতৃত্বের একটি ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে পুরো জাতি। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে নতুন চিন্তা চেতনা ও তারুণ্যের সমন্বয়ে আবারো সাফল্য অর্জন করতে চায় বাংলাদেশ। সজিব ওয়াজেদ জয় সিলেটে আওয়ামী লীগে নেতাকর্মীদের সেই নির্দেশনাই দিয়ে যাবেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মাঝে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এমপি, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানসহ অন্যরা উপস্থিত ছিলেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License