আমাদের সিলেট ডটকম:
১৮ দলের ডাকা ৬০ ঘণ্টার হরতালের শেষ দিনে সিলেট নগরী ও আশপাশের এলাকায় জীবন যাত্রা প্রায় স্বাভাবিক। নগরীর বন্দরবাজার কেন্দ্রিক মিছিল সমাবেশ করছে হরতাল আহ্বানকারীরা। তবে, নগরীর অন্যান্য এলাকাগুলোতে কোন পিকেটিং মিছিল বা সমাবেশ না থাকায় হরতালেও রিক্সা ও অন্যান্য যানবাহন চলাচল প্রায় স্বাভাবিক রয়েছে। তবে, সকালে নগরীর আম্বরখানা এলাকায় হরতালের সমর্থনে বের হওয়া একটি মিছিল থেকে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানোর খবর পাওয়া গেছে।
নগরীতে প্রচুর রিক্সা ও অন্যান্য যানবাহন চললেও মহাসড়কগুলো রয়েছে যানবাহন শূন্য। বাস টার্মিনালগুলো থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। তবে, বিক্ষিপ্তভাবে অটোরিকশা চলাচল করছে। নগরীর সকল দোকান পাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। নগরীর আইন শৃঙ্খলা রক্ষায় মোড়ে মোড়ে মোতায়েন রয়েছে পুলিশ। টহল দিচ্ছে র্যাব সদস্যরা।
সকাল সাড়ে ৮টার দিকে নগরীর জিন্দাবাজার এলাকায় জেলা ও মহানগর বিএনপি নগরীতে মিছিল বের করে। মিছিলটি বন্দরবাজার থেকে জিন্দাবাজার গিয়ে সিটি সেন্টারের সামনে সমাবেশ করে। বিএনপি নেতা দিলদার হোসেন সেলিম, শফি আহমদ চৌধুরী, আবুল কাহের শামীম, আবদুল কাইয়ূম জালালী পংকী, সালেহ আহমদ খসরু, আজমল বখত সাদেক অন্যান্যরা সমাবেশে বক্তব্য রাখেন। এর কিছুক্ষণ পর মুক্তিযোদ্ধাদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতীদল, যুবদল, মহিলাদল, ওলামাদল ও ছাত্রদলের ব্যানার নিয়ে জিন্দাবাজার থেকে আরেকটি মিছিল বের করা হয়। জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক আবদুর রাজ্জাক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামান, মহানগর আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম, জেলা বিএনপির অর্থ সম্পাদক ফখরুল ইসলাম ফারুক, যুবদলের কেন্দ্রীয় সদস্য ও জেলার সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি আবদুল আহাদ খান জামাল, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মতিউল বারী চৌধুরীসহ অন্যান্যরা মিছিলে নেতৃত্ব দেন।
সকাল সাড়ে ৯টার দিকে নগরীর চৌহাট্টা এলাকায় সমবেত হয়ে ১৮ দলের নেতাকর্মীরা বন্দরবাজার পর্যন্ত মিছিল করেন। পরে হকার্স পয়েন্ট এলাকায় ১৮ দলের সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর ১৮ দলের আহ্বায়ক ও মহানগর বিএনপির সভাপতি এমএ হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সদস্য শফি আহমদ চৌধুরী, আবুল কাহের শামীম, জেলা বিএনপির জেষ্ঠ্য সহ সভাপতি দিলদার হোসেন সেলিম, মহানগরের সাধারণ সম্পাদক আবদুল কাইয়ূম জালালী পংকী, যুগ্ম সম্পাদক আজমল বখত সাদেক, মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ডা. সায়েফ আহমদ, নায়েবে আমীর হাফিজ আবদুল হাই হারুন, ভারপ্রাপ্ত সেক্রেটারি ফখরুল ইসলাম, জামায়াত নেতা মাওলানা সোহেল আহমদ প্রমুখ।
সিলেটে হরতালের শেষ দিনে জীবন যাত্রা প্রায় স্বাভাবিক
Wednesday, November 6, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment