বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বৃটিশ সরকারের কাছে আনুষ্ঠানিক গ্রেফতারি পরোয়ানা পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অধিশাখা থেকে তারেক রহমানকে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে। মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
আনুষ্ঠানিক এ চিঠিতে বলা হয়েছে, “পলাতক আসামি তারেক রহমানের বিরুদ্ধে আদালতের ইস্যু গ্রেফতারি পরোয়ানাটি ঢাকার জাতীয় অপরাধ প্রতিহত কমিটি থেকে বৃটেনের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোতে (এনসিবি) পাঠানো হয়েছে। ওই আসামিকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বৃটিশ সরকারকে অনুরোধ করা হলো।”
এর আগে অবৈধ অর্থ লেনদেনের মামলায় তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য নির্দেশ দেন আদালত। ইতিমধ্যে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি ইন্টারপোলকেও জানানো হয়েছে।
No comments:
Post a Comment