কুলাউড়ায় হরতালের প্রথম দিন কারা নির্যাতিত বিএনপি নেতা এড. আবেদ রাজার নেতৃত্বে ১৮ দলীয় জোটের বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। হরতালের প্রথম দিন কুলাউড়ায় সর্বত্র হরতাল পালিত হচ্ছে। ভোর ৬ ঘটিকা থেকে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা পিকেটিং মুহুর্মুহু মিছিল বের করা হয়। দুপুর ১২ ঘটিকার সময় ১৮ দলীয় জোটের বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে চৌমুহনী চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। কুলাউড়া ১৮ দলীয় জোটের যুগ্ম আহবায়ক উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল বারী মাস্টার সাহেবের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ মজিদের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কারা নির্যাতিত নেতা সিলেট বিভাগ আন্দোলনের কিংবদন্তী নেতা এড. আবেদ রাজা বলেন, সারা দেশে আইন শৃঙ্কলা রক্ষা কারী বাহিনী ও আওয়ামী লীগের লোক দিয়ে ১৮ দলীয় জোটের নেতাকর্মীকে হত্যা করে দেশে সন্ত্রাস কায়েক করে এ সরকার কোন অবস্থায় ক্ষমতায় টিকে থাকতে পারবে না। গণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি কাউন্সিলর শামীম আহমদ চৌধুরী, সাবেক জেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক আব্দুল হান্নান ও জামায়াতে ইসলামীর উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল মুস্তাকিম, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা নেছার আহমদ, কুলাউড়া পৌর জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিলেট ১৮ দলীয় জোটের নেতা মাওলানা আসলাম রহমানী, উপজেলা বিএনপির সহ-সভাপতি রওশন খাঁন, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী, প্রচার সম্পাদক শেখ শহীদুল ইসলাম, দপ্তর সম্পাদক ময়নুল ইসলাম বকুল, সহ দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ১৮ দলীয় জোট ও তার অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীবৃন্দ প্রমুখ।
হরতালের প্রথম দিন দুপুর ১২ ঘটিকার সময় এড. আবেদ রাজার নেতৃত্বে ১৮ দলীয় জোটের মিছিল অনুষ্টিত
Monday, November 4, 2013
Labels:
# সিলেট ২৪ নিউজ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment