“সুখ থাকুক বছর ঘিরে, সেবা মাস পুরো নভেম্বর জুড়ে”-এই স্লোগানকে প্রতিপাদ্য করে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ “নভেম্বর ২০১৩”-কে সেবা মাস ঘোষণা করে। এই উপলক্ষ্যে আম্বরখানা শাখার উদ্যোগে শাখা ভবনে গত ৩রা নভেম্বর ২০১৩ ইং সকাল ৯.৩০ ঘটিকার সময় এক উদ্বোধনী অনু্ষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত উদ্বোধনী অনু্ষ্ঠানে সভাপতিত্বে করেন শাখা ব্যবস্থাপক জনাব মোঃ কয়ছর খান। প্রধান অতিথি হিসেবে উপসি’ত থেকে ফিতা কেটে সেবা মাসের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট ডাক্তার ও ব্যবসায়ী জনাব ডা: নাসিম আহমদ, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, নূরজাহান হসপিটাল প্রাঃ লিঃ, সিলেট। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের গণ্য-মান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ীগণ এবং সম্মানীত গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন। মোনাজাতের পূর্বে সভার সভাপতি ও শাখা ব্যবস্থাপক উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ব্যাংকের সার্বিক সাফল্যের জন্য দোয়া ও সহযোগিতা কামনা করেন।
আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ আম্বরখানা শাখার সেবা মাসের উদ্বোধন
Tuesday, November 5, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment