কোনরূপ অপ্রীতিকর ঘটনা ছাড়াই সিলেটে অতিবাহিত হচ্ছে ১৮ দলের ডাকা ৬০ ঘন্টা হরতালের প্রথম দিন।সকালে নগরীর নয়াসড়ক ও আম্বরখানা এলাকায় পৃথকভাবে মিছিল করে জামায়াতে ইসলামী। সিলেট মহানগর বিএনপি নেতারা রাজপথে নামলেও মিছিলে সক্রিয় দেখা যায়নি তাদের। তবে, সিলেট বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানার নিয়ে বিএনপির একাংশ সকালে নগরীর বন্দরবাজার থেকে শহীদ মিনার পর্যন্ত মিছিল করেছে। সকাল ১০টার দিকে আম্বরখানা থেকে বের হয়ে ১৮ দলের একটি মিছিল চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নগরীর বন্দরবাজার হকার্স পয়েন্ট সংলগ্ন সিটি হার্ট মার্কেটের সামনে অবস্থান করেন সিলেট মহানগর ১৮ দলীয় জোটের আহবায়ক এমএ হকসহ মহানগর বিএনপির কয়েক জন নেতা।
দুপুর সাড়ে ১১টার দিকে নগরীর বন্দরবাজার কোর্ট পয়েন্টে হরতাল বিরোধী সমাবেশ করে আওয়ামী লীগ। পরে জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের নেতৃত্বে একটি মিছিল কোর্ট থেকে শুরু হয়ে পুণরায় জিন্দাবাজার পয়েন্টে এসে শেষ হয়।
হরতালে নগরীতে বিক্ষিপ্তভাবে রিক্সা ও অন্যান্য যানবাহন চলাচল করছে। তবে, পিকেটিং লক্ষ্য করা যায়নি কোথাও। নগরীর সকল মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ আছে। বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। তবে, ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
নগরীর প্রায় সবগুলো পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি র্যাব ও বিজিবি টহল দিচ্ছে নগরীতে।
শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে ১৮ দলের হরতাল
Monday, November 4, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment