১৮ দলের হরতাল চলছে ॥ সিলেটে হরতাল বিরোধী মিছিল করেছে আ. লীগ
নিজস্ব প্রতিবেদক : তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সারাদেশে ১৮ দলীয় জোটের ডাকে সোমবার ৪ অক্টোবর সকাল ৬টা থেকে ৬০ ঘণ্টার হরতাল চলছে।
সিলেটে এ হরতাল পালিত হচ্ছে শান্তিপূর্ণভাবে। মহানগরীতে দোকানপাট বন্ধ। ভারি যানবাহনও রাস্তায় নেই। দূরপাল্লার কোন যান ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক। প্রচুর রিক্সাও চলাচল করছে।
সকাল ৯টার দিকে ১৮ দল চৌহাট্টা এলাকা থেকে একটি মিছিল বের করে। এসময় দুটি ককটেল বিস্ফোরণ ঘটে।
১৮ দলের শরিকরাও আলাদা আলাদা মিছিল করে; কিন্তু এরপর থেকে হরতাল সমর্থকদের আর কোথাও দেখা যাচ্ছে না।
এদিকে আওয়ামী লীগ দুপুরে কোর্ট পয়েন্ট থেকে হরতাল বিরোধী মিছিল বের করে। এতে নেতৃত্ব দেন আওয়ামী লীগের জেলা সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
মহানগরীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
No comments:
Post a Comment