নবীগঞ্জের কুখ্যাত অপহরনকারী আরজু ঢাকায় গ্রেফতার হয়ে ১ সপ্তাহ ধরে জেলে বন্দি ॥ সহযোগীরা ধরা ছোয়ার বাহিরে

Friday, July 4, 2014

আমাদের সিলেট ডটকম:

নবীগঞ্জের কুর্শি ইউনিয়নের মোতাজিলপুর গ্রাম থেকে সন্ধা রাতে এক সন্তানের জননীকে অপহরন করে রাজধানী ঢাকার সাভার থানায় গ্রেফতার হওয়া নবীগঞ্জের দেবপাড়া ইউনিয়নের জালালসাপ গ্রামের মৃত খতিব উলৱার পুত্র বহু অপকর্মের হুতা আরজু মিয়া (৩৮) গত এক সপ্তাহ ধরে জেল হাজতে বন্ধি থাকলেও তার অপর সহযোগী ৪দূর্বৃত্ত আজও গ্রেফতার হয়নি। অপরদিকে আরজুর সহযোগীরা এ ঘটনায় মামলার বাদী ও অপহৃতার পরিবারকে নানা ভাবে হুমকি ধামকি দিচ্ছে। জানাযায়, গত জুন মাসের ৮ তারিখে সন্ধা অনুমান সাড়ে ৭টার দিকে ধৃত আরজু ও তার অপর ৪ সহযোগী নিয়ে পার্শ্ববর্তী কুর্শি ইউনিয়নের মোতাজিলপুর গ্রামের মোঃ আব্দুল হামিদের জনৈক কন্যাকে জোরপূর্বক অপহরন করে গাড়ি যোগে ঢাকা সাভার এলাকায় বসবাস করতে থাকে। অপহরনের সময় আরজু ও তার সগযোগীরা মেয়েটির ঘর থেকে ১৪ভরি স্বর্ণাংলকার লুটে নেয়। অপহৃতা মেয়েকে নেশা জাতীয় দ্রব্য সেবন করিয়ে অজ্ঞান করে ঢাকায় নিয়ে গিয়েছিল। এরই প্রেৰিতে অপহৃতার ভাই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩(সংশোধীত) আইনে নবীগঞ্জ থানায় মামলা নং ১১- ২৬জুনে দায়ের করেন। উক্ত মামলার প্রেৰিতে নবীগঞ্জ থানার এস আই সুধিন চন্দ্র দাশ ঢাকা সাভার থানার পুলিশের সহযোগীতার অপহৃতা ভিকটিমকে উদ্বার সহ আরজুকে গ্রেফতার করেন। তবে আরজুর সহযোগীরা আজও রয়েছে অধরায়। উলেৱখ্য, গ্রেফতারকৃত আরজুর বিরোদ্ধে রয়েছে আরো অহরহ অভিযোগ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License