আমাদের সিলেট ডটকম:
সিলেট মহানগর ছাত্রদল নেতা ও গোবিন্দগঞ্জ কলেজ শাখার সাবেক সভাপতি জিলুল হক জিলু হত্যাকান্ডের ঘটনায় ছাত্রদলের ৭ নেতাকে বহিস্কার করা হয়েছে।
মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ থেকে তাদেরকে বহিস্কার করা হয় বলে নিশ্চিক করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি ও জেলা সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল।
বহিষ্কৃত এই ৭ নেতা জিলু হত্যা মামলার এজহারনামীয় আসামী বলে জানা গেছে।
বহিস্কৃতরা হলেন, মদন মোহন কলেজ ছাত্রদলের সভাপতি কাজী মেরাজ আহমদ, সহ সভাপতি নেছার আলম শামীম ও জামাল আহমদ ওরফে কালা জামাল, ছাত্রনেতা ইমাদ উদ্দিন, সায়েম আহমদ, ফরিদ আহমদ ও পিচ্ছি হেলাল। এদের মধ্যে হত্যাকান্ডের পর সায়েম ও ফরিদকে ধারালো অস্ত্রসহ জনতা আটক করে পুলিশে দিয়েছে।
গত শুক্রবার রাতে অভ্যন্তরিণ দ্বন্দ্বের জের ধরে অপর গ্রুপের নেতাকর্মীরা কুপিয়ে খুন করে ছাত্রদল নেতা জিল্লুল হক জিলুকে। জিলু ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি আবদুল আহাদ খান জামাল গ্রুপের নেতা।
হত্যাকান্ডের ঘটনায় জিল্লুল হক জিলুর ভাই মাহবুব বাদি হয়ে ছাত্রদলের ২০ জনের নাম উলেখ করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। এজহারনামীয় ওই ২০ জনের মধ্যে ৭ জনকে বহিস্কার করা হয়।
জিলু হত্যাকান্ডে সংশ্লিষ্টতার অভিযোগ:সিলেট ছাত্রদলের ৭ নেতাকে বহিস্কার করেছে কেন্দ্রীয় কমিটি
Tuesday, July 1, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment