পবিত্র রমজান মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে
সকল মহলের সহযোগিতা চেয়েছেন পুলিশ কমিশনার
নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মিজানুর রহমান ব্যবসায়ী ও সাংবাদিকসহ সকল মহলের সহযোগিতা কামনা করেছেন।
রবিবার ২৯ জুন বিকেলে এসএমপি সদর দফতরে মতবিনিময় সভায় তিনি এই সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় ব্যবসায়ী ও সাংবাদিক নেতৃবৃন্দ যোগ দেন।
পুলিশ কমিশনার রমজান মাসে সিলেট মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উপর গুরুত্ব আরোপ করে বলেন, এ ব্যাপারে পুলিশ নানা পরিকল্পনা গ্রহণ করেছে। তবে সবার সহযোগিতা ছাড়া এই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়।
ব্যবসায়ী ও সাংবাদিক নেতৃবৃন্দ ছিনতাই রোধ, যানজট থেকে মুক্তি ও ফুটপাতে ভাসমান দোকান বসতে না দেয়ার উপর গুরুত্ব আরোপ করেন।
পুলিশ কমিশনার এসব ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক আল-আজাদ, ইকবাল সিদ্দিকী, ইকরামুল কবির, নাসির উদ্দিন, ব্যবসায়ী আব্দুল হান্নান চৌধুরী, তুরন মিয়া, অমির হোসেন, নজমুল ইসলাম, সিরাজুল ইসলাম সিরাজী, গুলজার আহমদ প্রমুখ।
No comments:
Post a Comment