পবিত্র রমজান মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল মহলের সহযোগিতা চেয়েছেন পুলিশ কমিশনার

Sunday, June 29, 2014

পবিত্র রমজান মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে

সকল মহলের সহযোগিতা চেয়েছেন পুলিশ কমিশনার

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মিজানুর রহমান ব্যবসায়ী ও সাংবাদিকসহ সকল মহলের সহযোগিতা কামনা করেছেন।

রবিবার ২৯ জুন বিকেলে এসএমপি সদর দফতরে মতবিনিময় সভায় তিনি এই সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় ব্যবসায়ী ও সাংবাদিক নেতৃবৃন্দ যোগ দেন।

পুলিশ কমিশনার রমজান মাসে সিলেট মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উপর গুরুত্ব আরোপ করে বলেন, এ ব্যাপারে পুলিশ নানা পরিকল্পনা গ্রহণ করেছে। তবে সবার সহযোগিতা ছাড়া এই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়।

ব্যবসায়ী ও সাংবাদিক নেতৃবৃন্দ ছিনতাই রোধ, যানজট থেকে মুক্তি ও ফুটপাতে ভাসমান দোকান বসতে না দেয়ার উপর গুরুত্ব আরোপ করেন।

পুলিশ কমিশনার এসব ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক আল-আজাদ, ইকবাল সিদ্দিকী, ইকরামুল কবির, নাসির উদ্দিন, ব্যবসায়ী আব্দুল হান্নান চৌধুরী, তুরন মিয়া, অমির হোসেন, নজমুল ইসলাম, সিরাজুল ইসলাম সিরাজী, গুলজার আহমদ প্রমুখ।




Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License