আমাদের সিলেট ডটকম:
প্রভুপাদ ব্রজ কিশোর গোস্বামী মোহন- মহারাজের তিরোধান তিনি মহোৎসব উপলক্ষে অষ্ট প্রহর ব্যাপী এক লীলা সংকীর্ত্তন উৎসবের আয়োজন করা হয়েছে। সিলেট মহানগরীর পল্লবী আ/এ, পনিটুলাস্থ শ্র্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আখড়ায় এই উৎসব অনুষ্টিত হবে। অনুষ্ঠান সুচির মধ্যে রয়েছে ০৫ শ্রাবন ২২জুলাই সন্ধ্যা ৬টায় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতপাঠ । পাঠ করবেন শ্রী বিনোদ বিহারী দাস বাবুল। রাত ৮টায় শুভ অধিবাস সংকীত্তর্ন শুরু। পরিবেশনায় শ্রী বিনোদ বিহারী দাস বাবুল। ০৬শ্রাবন ২৩জুলাই বুধবার ব্রাহ্মমুহুর্ত থেকে অষ্ট প্রহর ব্যাপী লীলা সংকীত্তর্ন মহোৎসব শুরু। কীত্তর্ন পরিবেশন করবেন। শ্রী বিনোদ বিহারী দাস বাবুল, শ্রী হরিমোহন দাস, শ্রী হরিভক্ত দাস, শ্রী নিশিকান্ত দাস তালুকদার, কানাই লাল দাস ও শ্রী দুলাল ঘোষ। এদিন দুপুন ১টায় সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরন করা হবে। পরদিন ৭শ্রাবন ২৪জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় দধিভান্ড ভঞ্চন, কীর্ত্তন সমাপন ও তৎপর মহাপ্রসাদ বিতরন। উক্ত মহোৎসবে সর্বস-রের গৌর ভক্তবৃন্দকে স্বত:স্ফুর্ত ভাবে উপসি’ত থাকার জন্য শ্র্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আখড়ার, পনিটুলা সিলেটের শ্রী গুরু চরনাশ্রিত শ্রী শ্রী প্রভুপাদ নিত্যানন্দ মহন- বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছে। বিজ্ঞপ্তি
পনিটুলা আখড়ায় অষ্টপ্রহর তিরোধান উৎসব আগামী ২২ জুলাই মঙ্গলবার
Friday, July 4, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment