আমাদের সিলেট ডটকম:
সিলেট নগরীর বিভিন্ন স্থান থেকে নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর নাম ও ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণের নিন্দা জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম জালালী পংকী।
এক বিবৃতিতে তিনি বলেছেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীকে সিলেটের মাটি ও মানুষের কাছ থেকে সরিয়ে ফেলতে একটি ষড়যন্ত্রকারী মহল পাঁয়তারা চালাচ্ছে। গত কয়েক মাস যাবত লক্ষ্যে করা যাচ্ছে সিলেট নগরীর সৌন্দর্য রক্ষার দোহাই দিয়ে এম. ইলিয়াস আলীর ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুনন সরিয়ে ফেলা হচ্ছে। কিন্তু অবৈধ আওয়ামী সরকারের মন্ত্রী এমপি ও দলীয় নেতা কর্মীদের ছবি ব্যবহৃত ব্যানার ফেস্টুনে সিলেট নগরী সয়লাভ। তিনি সিলেটবাসীকে অনুরোধ জানান, সবাই সচেতন হয়ে তাদের প্রিয় নেতা এম ইলিয়াছ আলীকে সিলেটের রাজনীতি থেকে সরিয়ে ফেলার সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে জননেতা এম ইলিয়াস আলীর সন্ধানের আন্দোলন সংগ্রাম অব্যাহত ভাবে চালিয়ে যাব। এম ইলিয়াছ আলীর সন্ধানের আন্দোলন কোন ষড়যন্ত্রকারী মহল প্রতিহত করতে পারবে না।
নগরীতে এম. ইলিয়াস আলীর নাম সম্বলিত ব্যানার অপসারণের নিন্দা
Tuesday, July 1, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment