আমাদের সিলেট ডটকম:
বিশ্বনাথের লামাকাজীতে পুলিশ ও মটর শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার হয়েছে।
শনিবার বিকেল ২টায় লামাকাজী পয়েন্টে এ ঘটনা ঘটে। এসময় পুলিশ ৫ রাউন্ড গুলি ছুড়ে। এতে পুলিশ ও শ্রমিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এসময় সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে প্রায় ঘন্টা খানেক যানচলাচল বন্ধ ছিল।
আহতরা হলেন- পুলিশের সদস্য সাব্বির, মটর শ্রমিক আব্দুল মুকিত, মাখন মিয়া, আশিক মিয়া, লিটন চন্দ্র দাশ, রনজিত নাথ, মুহিবুর রহমান, শহিদুর রহমান, আলকাছ মিয়া। অন্যান্য আহতদের নাম জানাযায়নি। গুর্বত্বর আহত মটর শ্রমিক আব্দুল খালিক কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা করা হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, গত ১লা জুলাই সিলেটের কুমারগাঁও স্ট্যান্ডের বাস চালক আবুল কাশেম কে সুনামগঞ্জের দিরাই সংযোগ সড়কে আটক করে পুলিশ। ওই চালকের মুক্তি দাবিতে গতকাল শনিবার সুনামগঞ্জ-সিলেট-ছাতক সড়ক অবরোধ করে মটর শ্রমিক। এ সময় বিশ্বনাথ থানা পুলিশ বিশ্বনাথ অংশে প্রতিবাদ না করে সুনামগঞ্জ অংশে গিয়ে প্রতিবাদ করতে বলে। পুলিশের কথা না শুনে সড়ক অবরোধ করে শ্রমিকরা প্রতিবাদ অব্যাহত রাখলে এক পর্যায়ে পুলিশ মটর শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুর্ব হয়। এতে পুলিশ ও শ্রমিকের কমপক্ষে ২০ জন আহত হন। খবর পেয়ে লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়াসহ গর্ণমান্য ব্যক্তিবর্গ ঘটনাস’লে উপসি’ত হয়ে পরিসি’তি নিয়ন্ত্রনে আনেন।
এ ব্যাপারে মটর শ্রমিক আব্দুল মুকিত সাংবাদিকদের বলেন, শান্তিপূর্ণ অবরোধে কর্মসূচী পালন করতে গেলে পুলিশ আমাদের উপর লাঠিচার্জ শুর্ব করে। এতে আমাদের বেশ কয়েকজন জন শ্রমিক আহত হয়েছেন।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গৌর চন্দ্র মজুমদার বলেন, মটর শ্রমিকরা সড়কে এ্যাম্বুলেন্সসহ রোগী বহনকারী গাড়ি আটকিয়ে যানবাহন চলাচলে বিগ্ন সৃষ্টি করে। মানুষ কে হয়রানি না করতে তাদেরকে বলা হলেও তারা শুনেনি। এক পর্যায়ে পুলিশের উপর হামলা করে শ্রমিকরা। পরিসি’তি নিয়ন্ত্রনে ও আত্মরক্ষার্থে ৫ রাউন্ড শটগানের গুলি করা হয়েছে।
লামাকাজীতে পুলিশ-মটর শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া : গুলি ॥ আহত ২০ ॥ যান চলাচল ব্যাহত
Saturday, July 5, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment