আমাদের সিলেট ডটকম:
সিলেট নগরী থেকে ইজি-বাইক (টমটম) উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উদ্ভূত অচলাবস্থা ও উত্তেজনার নিরসন হয়নি।শুক্রবার সকাল ১১টায় সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্যোগে নগরভবনে এক জরুরি বৈঠক হওয়ার কথা থাকলেও ইজি-বাইক চালকরা সে বৈঠকে উপস্থিত হননি। এ বিষয়ে সিটি মেয়র শুক্রবার বিকেলে তার সিদ্ধান্তের কথা চূড়ান্ত করবেন বলে জানা গেছে।
এদিকে, নগরী থেকে ব্যাটারিচালিত ইজি-বাইক (টমটম) উচ্ছেদ অভিযানের জের ধরে বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেট নগরীর বিভিন্ন স্থানে ইজি-বাইক শ্রমিকদের শতাধিক গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৬জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে ১টার মধ্যে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত কওে কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, নগরী-জুড়ে তাণ্ডব চালিয়ে শতাধিক গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৬ ইজি-বাইক চালককে আটক করা হয়েছে। এই ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েয়ে বলে ওসি জানান।
এর আগে নগরীকে যানজট-মুক্ত করতে গত বুধবার থেকে ব্যাটারিচালিত ইজি-বাইক (টমটম) উচ্ছেদ অভিযানে নামে পুলিশ। প্রথম দিন বুধবার নগরী থেকে অর্ধশতাধিক ইজি-বাইক জব্দ করা হয়। এ অভিযানের জের ধরে বৃহস্পতিবার দুপুরে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ইজি-বাইক শ্রমিকরা। সৃষ্ট পরিস্থিতিতে সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী ইজি-বাইক চালক ও মালিকদের নিয়ে বৃহস্পতিবার রাতে তারাবির নামাজ শেষে নগরীর কুমারপারাস্থ তার বাসায় এক জরুরি বৈঠকে বসেন। তবে বৈঠকে বিষয়টির কোনো সুরাহা হয় নি। সিটি মেয়রের বাসা থেকে বেরিয়েই ইজি-বাইক শ্রমিকরা পুরো সিলেট নগরী-জুড়ে ভাঙচুর শুরু করেন। এতে পথচারীসহ কয়েকজন ট্রাক চালক ও হেল্পার আহত হয়েছেন।
ফলোআপ : নগরীতে ইজি-বাইক শ্রমিকদের তান্ডব # অচলাবস্থা সমাধান হয়নি ॥ আটক ১৬
Friday, July 4, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment