আমাদের সিলেট ডটকম:
নবীগঞ্জ উপজেলার আউশকান্দি শহীদ কিবরিয়া চত্বর সিএনজি অঠোরিক্সা স্ট্যান্ডে সিএনজি চালকদের কাছ থেকে ম্যানেজার কর্তৃক অতিরিক্ত চাঁদা আদায়ের ঘটনায় নবীগঞ্জের প্রত্যান- অঞ্চলের শ্রমিকদের মধ্যে চরম অসন’ষ দেখা দেয়। এক পর্যায়ে কুর্শি সিএনজি স্ট্যান্ড, তাহিরপুর স্ট্যান্ড, নবীগঞ্জ সদর স্ট্যান্ডসহ উপজেলার প্রত্যেকটি স্ট্যান্ডের শ্রমিকরা আউশকান্দি স্ট্যন্ডের কতিত এই ম্যানেজারদের বিতারিত করে তাদের নিজ দখলে নেয়ার জন্য মরিয়া হয়ে উঠে। এ নিয়ে প্রায় প্রতিদিনই ঝগড়াঝাটি মারদাঙ্গা ও ঘন্টার পর ঘন্টা রাস-া অবরোধ লেগেই আছে। গত এক সপ্তাহে শ্রমিক সংঘর্ষে উভয় পক্ষের অন-ত ২০জন আহত হয়েছে। এদের মধ্যে ৫জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের নবীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুধু তাই নয় এ ঘটনায় অন-ত ১০টি সিএনজি অঠোরিক্সা ভাংচুর করা হয়েছে। তাদের এসব ঘটনায় নবীগঞ্জের সাধারন যাত্রী পড়েছেন চরম বিপাকে। দেখা যায় শ্রমিকদের ব্যাপারে পুলিশ প্রশাসন ও বিপাকে তাদের বিরুদ্বে কোন ব্যবস’া নিতে পারছেনা। এ ঘটনার পর গত বৃহস্পতিবার থেকে নবীগঞ্জ রোডে অর্নিদিষ্টকালের জন্য সিএনজি অঠোরিক্সার ধর্মঘট শুরু হয়েছে।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রায় ২০টি সিএনজি অঠোরিক্সা স্ট্যান্ড রয়েছে। এসব স্ট্যান্ড মিলে সারা উপজেলায় সিএনজি অঠোরিক্সা রয়েছে অন-ত পনেরো’শ। এসব স্ট্যান্ডের প্রায় সবকটিই জেলা সিএনজি অঠোরিক্সা মালিক ও শ্রমিক সমিতির অনুমতিক্রমে পরিচালিত হয়ে আসছে। এবং এসব প্রত্যেকটা স্ট্যান্ডের জন্য ২/৩জন করে ম্যানেজার নিয়োগ দেয়া হয়েছে। শ্রমিকদের শৃংঙ্খলা বজায় রাখার জন্য। এতে দায়িত্বে থাকা ম্যানেজারদের প্রতি সিএনজি অঠোরিক্সা চালক প্রতিদিন ১০ টাকা করে দিতে হয়। এতে কোন শ্রমিকের ১০ টাকা দিতে বাদা নিষেধ নেই। কিন’ বিপত্তি দেখা দেয় আউশকান্দি কিবরিয়া চত্বর সিএনজি স্ট্যান্ডে। এই স্ট্যান্ড হল নবীগঞ্জের নাভি যেখানেই যাবেন এই স্ট্যান্ড চুইয়েই যাইতে হয়। এখানে এলাকার কিছু প্রভাবশালী লোকের ইন্দনে স’ানীয় শ্রমিকনেতা দিলশাদ, মাইদুল, খালেদ গং আরো কিছু লোক অতিরিক্ত চাঁদাবাজি করার জন্য শ্রমিক আইন না মেনে জেলা কিংবা উপজেলার কোন সমিতির কাছ থেকে অনুমোদন না নিয়েই তাদের ক্ষমতার বলে জোর পুর্বক স্ট্যান্ড দখল করে নেয়। এতে সিএনজি চালকরা যারাই এর প্রতিবাদ করতে যায় তার উপরই নেমে আসে নির্যাতন। এই ভাবে দিনের পর দিন যাইতে যাইতে শ্রমিকদের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়ে এখন চরম আকার ধারন করেছে। এখন উপজেলার সব শ্রমিকদের একটাই দাবী এদের বিতারিত করা। গত বৃহস্পতিবারের পর থেকে অনির্দিষ্ট কালের জন্য রাস-া অবরোধ করে নবীগঞ্জ রোডে সিএনজি অঠোরিক্সা বন্ধ রয়েছে। শ্রমিকদের দাবী এদের বিদায় না করা পর্যন- অবরোধ চলবেই। এ ব্যাপারে নবীগঞ্জ সিএনজি স্ট্যান্ডের ম্যানেজার মিন্টু চৌধুরী, মখদ্দুস চৌধুরী, কুর্শি স্ট্যান্ডের ম্যানেজার তোফায়েল আহমদ ছায়েদ জানান, আউশকান্দি স্ট্যান্ড কয়েকজন লোক তাদের বাড়ীর নিকটে হওয়ার সুবাধে জোর পুর্বক দখল করে নিয়েছে। এবং আমাদের শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত চাঁদা আদায় করছে। তাদের দাবীমতো চাঁদা না দিলে নির্যাতন করা হচ্ছে। তাই আমরা অবৈধ ভাবে চাঁদা নেয়া বন্ধ ও তাদের বিতারিত না হওয়া পর্যন্ত অর্নিদিষ্টকালের জন্য অবরোধ অব্যাহত থাকবে।
নবীগঞ্জের আউশকান্দি সিএনজি স্ট্যান্ডে অতিরিক্ত চাঁদা আদায় ও শ্রমিক নির্যাতন বন্ধের দাবীতে অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধ
Friday, July 4, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment