আমাদের সিলেট ডটকম:
মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে পৌর শহরে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির বিয়ানীবাজার উপজেলা শাখা।মঙ্গলবার দুপুরে মিছিলটি উত্তরবাজার থেকে শুরু হয়ে নিউ মার্কেটের সামনে এসে সমাবেশ করে।
উপজেলা উত্তর ছাত্রশিবিরের সভাপতি ছাদিকুর রহমানের সভাপতিত্বে ও সরকারী কলেজ সভাপতি জাকারিয়া আহমদের পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি ফরিদ আহমদ। তিনি তার বক্তব্যে বলেন, পবিত্র মাহে রমজানে দিনের বেলা হোটেল রেস্তোরা এবং অশ্লীল প্রদর্শনী বন্ধ রাখতে হবে। রমজানের পবিত্রতা রক্ষার্থে প্রশাসনের পাশাপাশি সকল ধর্মপ্রাণ মুসলমানকে সচেষ্ট ভূমিকা রাখতে হবে। তিনি কারাগারে আটক জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবী জানান।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক সিলেট জেলা সভাপতি ফরিদ আল মামুন, উপজেলা উত্তরের সভাপতি ছাদিকুর রহমান, সেক্রেটারি রেদওয়ানুল করিম রামিম, দক্ষিণের সেক্রেটারি জাহাঙ্গির আলম, কলেজ সেক্রেটারী রুকন উদ্দিন, শিবির নেতা সাদিক হোসেন, খায়রুল আমিন, মিজানুর রহমান, তাইছির মাহবুব রাজন, আলী হোসাইন ও জামায়াত নেতা আব্দুল হামিদ প্রমুখ। বিজ্ঞপ্তি
রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে বিয়ানীবাজারে ছাত্রশিবিরের মিছিল
Tuesday, July 1, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment