আমাদের সিলেট ডটকম :
সিলেটে নিহত দুই নেতার পরিবারে শোকের মাতম ফুরায় নি। তবে গতি মন্তর হয়েছে খুনিদের গ্রেফতারে পুলিশি অভিযান ও তদন্তে। সিওমেক ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম ও জিল্লুল হক জিলৱু হত্যা মামলার আসামিরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে। আসামিদের গ্রেফতারের ব্যাপারে পুলিশ শুধু বলছে- ‘অভিযান অব্যাহত রয়েছে’। এ নিয়ে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে নিহতদের পরিবার ও দলীয় নেতাকর্মীদের মধ্যে।
গত ৪ জুন সন্ধ্যায় ওসমানী মেডিকেল কলেজ ছাত্রদলের আপ্যায়ন সম্পাদক তৌহিদুল ইসলামকে নগরীর আবুসিনা ছাত্রবাসে ডেকে নিয়ে খুন করে ছাত্রলীগের চিহ্নিত ক্যাডারার। পরে এ ঘটনায় ছাত্রলীগ নেতাকর্মীদের নামে মামলাও দায়ের করা হয়।
এছাড়া গত ২৭ জুন নগরীর পাঠানটুলায় প্রকাশ্যে রাস্তায় ছাত্রদল নেতা জিল্লুল হক জিল্লুকে কুপিয়ে খুন করে দুর্বৃত্তরা। এই হত্যাকান্ডের ঘটনায় একই সংগঠনের বেশকিছু নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়। এ দুটি হত্যাকান্ড নিয়ে সিলেট জুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
এদিকে, মেডিকেল শিক্ষার্থী তৌহিদ হত্যা মামলায় আসামি শুধু ডা. সৌমেন দে’কে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। তৌহিদের বড় বোন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শির্শি আক্তার সাংবাদিকদের জানান, আমার ভাইকে আর ফিরে পাব না। অন্তত খুনীদের শাস্তি হলে মনকে কিছুটা সান্ত্বনা দিতে পারব।
“বহিরাগত কেউ আমার ভাইকে মারলে হয়তো এত কষ্ট পেতাম না। ভাবতেই গা-শিউরে ওঠে, সহপাঠী বন্ধুরা তৌহিদকে খুন করলো। এটা মেনে নিতে পারছি না। এভাবে আর কোনো মায়ের বুক যাতে খালি না হয়”, যোগ করেন তৌহিদের বোন।
তৌহিদ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সিলেট কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, মামলার অন্যতম আসামি সৌমেনকে গ্রেফতারের পর আর কোনো আসামিকে ধরা হয়নি। মামলাটি পুলিশ কমিশনার নিজে তদারকি করছেন বলে জানান তিনি।
এছাড়া ছাত্রদল নেতা জিলৱু হত্যার ঘটনায় ঘটনাস্থল থেকে সায়েম ও ফরিদকে আটক করা হয়। অথচ মামলার প্রধান আসামিরা এখনো অধরাই।
নিহত জিল্লুর বৃদ্ধ বাবা নূর মিয়া জানান, বৃদ্ধ অবস্থায় এসে ছেলের রক্তাক্ত লাশ দেখতে হবে ভাবিনি। কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, ছেলেকে আর ফিরে পাব না জানি। তবে মরার আগে হত্যাকারীদের বিচার যেন দেখতে পাই।
জিল্লু হত্যা-মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিন উদ্দিন বলেন, আসামিদের গ্রেফতারে নগরী ও সিলেটের বাইরে অভিযান চালানো হয়েছে। তবে কাউকে গ্রেফতার করা যায়নি।
আলোচিত এ দুটি মামলার ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বলেন, আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হচ্ছে না।
সিলেটে ২ ছাত্রনেতা হত্যা: তদন্ত ও অভিযানে মন্তর গতি পুলিশ বলছে- আসামিরা পলাতক
Saturday, July 5, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment