আমাদের সিলেট ডটকম:
নানা আয়োজনে মধ্য দিয়ে শুরু হয়েছে সিলেটে ৯ দিনব্যাপী ঐতিহ্যবাহী শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। সনাতন ধর্মাবলম্বীরা প্রাণের আবেগে যোগ দিয়েছেন রথযাত্রা এ উৎসবে। এ উপলক্ষে নগরীর রিকাবীবাজারে বসেছে ঐতিহ্যবাহী রথমেলা।গতকাল রবিবার দুপুরের পর নগরীর বিভিন্ন মন্দির থেকে শ্রীশ্রী জগন্নাথ দেব, শ্রীশ্রী বলভদ্র ও শ্রীশ্রী সুভদ্রা দেবীকে বহনকারী রথযাত্রা শুরু হয়। একে একে নগরীর বিভিন্ন স্থান হতে আগত যাত্রাবহর পৌঁছেব নগরীর রিকাবীজারস্থ রথমেলা প্রাঙ্গণে।এছাড়া, রথযাত্রা উপলক্ষে নগরীর যুগলটিলা ইসকন মন্দিরে ৯ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। পাশাপাশি নগরীর মাছিমপুরস্থ গোপীনাথ জিউর মন্দিরে ৯ দিনব্যাপী নানা অনুষ্ঠানও রোববার থেকে শুরু হয়েছে।
জানা গেছে, প্রতিবছর আষাঢ় মাসের শুক্ল পক্ষে দ্বিতীয়া তিথিতে পালন করা হয় রথযাত্রা উৎসব। কথিত আছে, এ তিথিতে শ্রীশ্রী জগন্নাথ, তার ভাই শ্রীশ্রী বলভদ্র (বলরাম) ও বোন শ্রীশ্রী সুভদ্রাকে সাথে নিয়ে পুরীধামের মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যান। গুন্ডিচা মন্দিরে নয়দিন অবস্থান করে আবার পুরীধামে ফিরে আসেন। পুরীধামের শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রার মাধ্যমেই যুগ যুগ ধরে চলছে রথযাত্রা উৎসব।এরই ধারাবাহিকতায় সারা বিশ্বেই সনাতন ধর্মাবলম্বীরা পালন করে আসছে রথযাত্রা উৎসব। রথযাত্রা উপলক্ষে বিভিন্ন স্থানে ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি শুরু হয়েছে ঐতিহ্যবাহী রথমেলা। নগরীর রিকাবীবাজারে অন্যান্য বারের মত এবারও রথ মেলার আয়োজন করা হয়েছে।
গতকাল রবিবার দুপুরের পর নগরীর বিভিন্ন মন্দির থেকে শ্রীশ্রী জগন্নাথ দেব, শ্রীশ্রী বলভদ্র ও শ্রীশ্রী সুভদ্রা দেবীকে বহনকারী রথযাত্রা শুরু হয়। একে একে নগরীর বিভিন্ন স্থান হতে আগত যাত্রাবহর পৌঁছেব নগরীর রিকাবীজারস্থ রথমেলা প্রাঙ্গণে। পরে শুরু হয় ধর্মীয় আচার অনুষ্ঠান। ভক্ত শুভানুধ্যায়ীরা পূজা অর্চনায় অংশ নেন। পূজা অর্চনায় পূণ্যার্থীরা দেবদেবীকে প্রণাম নিবেদনের পাশাপাশি বিশ্বশান্তি কামনা করা হয়। পরে রথ ফিরিয়ে নেয়া হবে যার যার মন্দিরে।
এদিকে, রথযাত্রা ও রথমেলায় বিকেল থেকে সকল ধর্মের মানুষের উপস্থিতি বাড়তে থাকে। নানা ধরণের মিষ্টি-মিঠাইর পাশাপাশি মৃৎশিল্পসহ বিভিন্ন ধরণের মুড়ি-মুড়কির মেলা বসেছে। রথযাত্রা উপলক্ষে ভক্ত-পূণ্যার্থীদের নিরাপত্তা বিধানে বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ।
নানা আয়োজনে সিলেটে শুরু হয়েছে নয় দিনব্যাপী রথ যাত্রা উৎসব
Sunday, June 29, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment