আমাদের সিলেট ডটকম:
গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর ছত্রদল নেতা জিল্লুল হক জিলু খুনের ঘটনায় বিএনপি-ছাত্রদলের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার রাতে নিহত জিলুর বড়ভাই আহমেদ হাসান মাহবুব বাদী হয়ে কোতয়ালী থানায় এ মামলা দায়ের করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ মামলার বিষয়টির স্বীকার করে বলেন, মামলায় সিলেট মহানগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক ও মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মাহবুব কাদির শাহীকে প্রধান আসামী করা হয়েছে।
এছাড়া মদন মোহন কলেজ ছাত্রদলের সভাপতি কাজী মেরাজ,ছাত্রদল নেতা কালা জামাল,গাজী লিটনসহ ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামী করা হয়েছে। গত শুক্রবার রাতে সিলেট নগরীর পাঠানটুলায় ছাত্রদলের দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের জেরে প্রতিপক্ষের হামলায় খুন হন সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও সিলেট মহনগর ছাত্রদলের সদস্য জিল্লুল হক জিলু (৩৫)। এ ঘটনায় হামলার পর রামদাসহ সায়েম আহমদ ও ফরিদ আহমদ নামের দুই ছাত্রদলকর্মীকে আটক করে পুলিশে দেয় জনতা। কোতয়ালী থানার ওসি আতাউর রহমান জানান, হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
ছাত্রদল নেতা জিলু খুনের ঘটনায় ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
Sunday, June 29, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment