ছাত্রদল নেতা জিলু খুনের ঘটনায় ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Sunday, June 29, 2014

আমাদের সিলেট ডটকম:

গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর ছত্রদল নেতা জিল্লুল হক জিলু খুনের ঘটনায় বিএনপি-ছাত্রদলের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার রাতে নিহত জিলুর বড়ভাই আহমেদ হাসান মাহবুব বাদী হয়ে কোতয়ালী থানায় এ মামলা দায়ের করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ মামলার বিষয়টির স্বীকার করে বলেন, মামলায় সিলেট মহানগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক ও মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মাহবুব কাদির শাহীকে প্রধান আসামী করা হয়েছে।

এছাড়া মদন মোহন কলেজ ছাত্রদলের সভাপতি কাজী মেরাজ,ছাত্রদল নেতা কালা জামাল,গাজী লিটনসহ ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামী করা হয়েছে। গত শুক্রবার রাতে সিলেট নগরীর পাঠানটুলায় ছাত্রদলের দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের জেরে প্রতিপক্ষের হামলায় খুন হন সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও সিলেট মহনগর ছাত্রদলের সদস্য জিল্লুল হক জিলু (৩৫)। এ ঘটনায় হামলার পর রামদাসহ সায়েম আহমদ ও ফরিদ আহমদ নামের দুই ছাত্রদলকর্মীকে আটক করে পুলিশে দেয় জনতা। কোতয়ালী থানার ওসি আতাউর রহমান জানান, হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License