আমাদের সিলেট ডটকম:
ছাতকের লাফার্জ সিমেন্ট ফ্যাক্টরীর পরিবহণ শ্রমকিদের চাকরিচ্যুতির প্রতিবাদে আগামী ৮ জুলাই মঙ্গলবার সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা ডাকা পরিবহণ ধর্মঘট কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেছেন বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং নৌ ও পরিবহণ মন্ত্রী শাহজাহান খান ও সাধারণ সম্পাদক ওসমান আলী।
এক বিবৃতিতে তারা ছাতক লাফার্জ সুরমা সিমেন্ট কোম্পানীর ২৩ (জন) পরিবহণ শ্রমিকদের চাকুরী বহাল, নিখোঁজ পরিবহণ চালক সোহেলের সন্ধান ও চালক স্বপন জাহাঙ্গীরের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টানত্মমূলক শাসিত্ম দাবী করেছেন। অন্যথায় সারাদেশের পরিবহণ সেক্টরে অচলাবস্থার সৃষ্টি হলে সংশিস্নষ্ট কর্তৃপক্ষকেই সকল দায়-দায়িত্ব বহন করতে হবে বলে হুশিয়ারি উচ্চারন করেন।
এদিকে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন বিভাগীয় কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক জানান, ৮ জুলাই মঙ্গলবারের বিভাগীয় সকল প্রকার পরিবহণ ধর্মঘট সফল করতে পরিবহনের বিভিন্ন সংগঠনের সাথে গণসংযোগ ও মতবিনিময় অব্যাহত রয়েছে। তাদের দাবী না মানা হলে লাগাতার অবরোধসহ সারাদেশে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
৮ জুলাই সিলেটে ডাকা পরিবহন ধর্মঘটের সাথে নৌ মন্ত্রীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের একাত্মতা
Thursday, July 3, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment