আমাদের সিলেট ডটকম:
৩০ জুন রোটারি সংগঠনগুলো নতুন রোটারী বর্ষে পদার্পন করেছে। এ উপলক্ষে মঙ্গলবার সিলেটের একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে রোটারি আন্তর্জাতিক জেলা-৩২৮২।
সম্মেলনে তারা আগামি এক বছরের কর্মসূচি ঘোষণা করেছেন।
সংবাদ সম্মেলনে লিখত বক্তব্য পাঠ করেন রোটারি আন্তর্জাতিক জেলা-৩২৮ ‘র গভর্নর প্রকৌশলী মোহাম্মদ আব্দুল লতিফ। তিনি তার বক্তব্যে বলেন, ১৯৩৮ সালে ঢাকায় কাজ শুরু করে রোটারী ক্লাব। বর্তমানে ঢাকায় দুটি জেলা বা ডিস্ট্রিক্ট ক্লাব হিসেবে কাজ করছে রোটারী ক্লাব। এর একটি জেলা- ৩২৮১ অপরটি জেলা-৩২৮২ নামে পরিচিত। তিনি জানান, ৮৬টি ক্লাবের মাধ্যমে ২ হাজার সাতশ সদস্য কাজ করছেন।
সংবাদ সম্মেলনে আগামী এক বছরের কর্ম পরিকল্পনা তুলে ধরা হয়। এসময় রোটারী ক্লাব জেলা-৩২৮১ এর সাবেক গভর্ণর ডা. মনজুরুল হক চৌধুরী, রোটারিয়ান খায়রুফ জাফর চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
রোটারি বর্ষ শুরু উপলক্ষে সংবাদ সম্মেলন
Tuesday, July 1, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment