চুনারুঘাটে আওয়ামী পরিবারের সভায় জামাত-শিবিরের হামলায় ১২ জন আহত
চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমুরোড বাজারে মঙ্গলবার ৫ অক্টোবর সন্ধ্যারাতে জামাত-শিবিরের হামলায় আওয়ামী লীগ ও যুবলীগের ১২ জন নেতাকর্মী আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সন্ধ্যা ৭টায় উপজেলার আহম্মদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ আমুরোড বাজারে আওয়ামী লীগ কার্যালয়ে সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের আগমন উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে পরামর্শ সভার আয়োজন করে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন মাস্টারের সভাপতিত্বে সভা চলাকালে সন্ধ্যা সাড়ে ৭টায় শফিক মিয়া লস্কর ও মস্তু মিয়ার নেতৃত্বে জামাত-শিবিরের নেতাকর্মীরা ওই সভায় হামলা চালায়।
আহতদের মধ্যে যুবলীগ নেতা শাহীন চৌধুরী, জাবেদ মিয়া, হিরণ মিয়া, স্বপন সাঁই, জামাল মিয়া, রিয়াদ মিয়া ও তাহির মিয়াকে চুনারুঘাট উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ এ ঘটনার সাথে জড়িত সন্দেহে উপজেলার বনগাঁও গ্রামের ফুল মিয়া ও ছিদ্দিকুর রহমানকে আটক করে ৫৪ ধারায় জেল হাজতে প্রেরণ করেছে।
সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ শুক্রবার বিকেলে আমুরোড বাজারে যুবলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
No comments:
Post a Comment