কানাইঘাটে হরতালে ছাত্রলীগ কর্মী আহত ॥ গ্রেফতার ১ ॥ আ. লীগের মিছিল
কানাইঘাট প্রতিনিধি : ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টা হরতাল শেষদিন বুধবার ৬ অক্টোবর কানাইঘাটে সর্বাত্মকভাবে পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে বিএনপি ও জামাত-শিবিরের নেতাকর্মীরা পিকেটিং করে।
হরতালের সমর্থনে দুপুর ১২টার দিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিব আহমদের নেতৃত্বে একটি মিছিল কানাইঘাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্ব বাজারে গিয়ে এক পথসভায় মিলিত হয়। এর কিছুক্ষণ পর উপজেলা বিএনপির আরেক অংশের নেতাকর্মীরা আরেকটি মিছিল বের করেন।
এছাড়া হরতালের সমর্থনে জামায়াতে ইসলামী উপজেলা সদর, গাছবাড়ী ও রাজাগঞ্জ বাজারে মিছিল করেছে।
এদিকে হরতাল চলাকালে সড়কের বাজারের কটালপুর ছাউনি এলাকায় শেবুল আহমদ নামের এক ছাত্রলীগ কর্মীকে বিএনপির পিকেটাররা বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। তাকে কানাইঘাট উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পুলিশ কুসুম আহমদ নামের এক ছাত্রদল কর্মীকে গ্রেফতার করেছে।
No comments:
Post a Comment