স্টাফ রিপোর্টার :
শাবি গেইটে দর্জি দোকানী জাকির হত্যার ঘটনায় গ্রেফতারকৃত আলী বাহার (২৫)কে গতকাল বুধবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সে জালালাবাদ থানার মৈয়ারচর গ্রামের মৃত মকরম আলীর পুত্র। গতকাল তাকে দায়েরকৃত জালালাবাদ থানার ৩ (০৩-১০-১৩) নং হত্যা মামলায়
আটক দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। পরে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। পুলিশ গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সদর উপজেলার মৈয়ারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট জালালাবাদ থানার এসআই মোঃ মাহবুবুর রহমান মন্ডল জানান, গ্রেফতারকৃত আলী বাহার মামলার সম্পূরক এজাহারনামী আসামি। খুনের সম্পৃক্ততায় পুলিশ নিহতের তালাকপ্রাপ্ত স্ত্রী হালিমা বেগম (২০) ও তার ভাই খালেদ আহমদকে গ্রেফতার করে। তারা বর্তমানে জেল হাজতে রয়েছে। গতকাল বাহারকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
No comments:
Post a Comment