১৮ দলের ৬০ ঘণ্টা হরতালের ২য় দিনে নীলফামারী বিক্ষোভ মিছিল ভাংচুর
সংবাদদাতা, নীলফামারী : ১৮ দল আহুত হরতালের দ্বিতীয়দিনে নীলফামারীতে বিএনপি ও ছাত্র শিবির মিছিল ও সমাবেশ করেছে। এক পর্যায়ে হরতাল সমর্থকরা ৬টি মোটর সাইকেল ভাংচুর করে।
মঙ্গলবার ৫ অক্টোবর সকালে জেলা বিএনপির একটি মিছিল দলের জেলা সদস্য সচিব শামসুজ্জামান জামানের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আনিসুল আরেফীন চৌধুরী, আলমগীর সরকার, মীর সেলিম, জহুরুল হক প্রমুখ।
হরতালের সমর্থনে ছাত্র শিবির নীলফামারী জেলা শাখা বিক্ষোভ মিছিল বের করে। পরে ডালপট্টিতে সমাবেশ করা হয়।
এছাড়া হালির বাজার, অছীনতলা বাজার, দুহুলী বাজার ও পঞ্চপুকুর বাজারে জামাত-শিবির কর্মীরা পিকেটিং ও সমাবেশ করে। তারা পাঁচমাথা-পঞ্চপুকুর রোডে ছাইফুন ব্রিজে ৬টি মোটর সাইকেল ভাংচুর করেছে।
No comments:
Post a Comment