সিলেটে ফ্ল্যাক্সিলোডের টাকা চাওয়ায় দোকানে হামলা ॥ গণপিটুনির শিকার যুবক
নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীতে ফ্ল্যাক্সিলোড নেয়ার পর দোকানি টাকা চাওয়ায় তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও দুজনকে আহত করা হয়েছে।
এ ঘটনায় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা হামলাকারীদের একজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। মঙ্গলবার ৫ অক্টোবর দুপুরে মহানগরীর জল্লারপার এলকায় এ ঘটনা ঘটে।
এলাকার ব্যবসায়ীদের অভিযোগ, দুপুর সাড়ে ১২টার দিকে বিজিত নামের এক যুবক একটি দোকান থেকে ২০ টাকার ফ্ল্যাক্সিলোড নেয়। ফ্ল্যাক্সিলোড দেয়ার পর দোকানদার তার কাছে টাকা চাইলে সে টাকা না দিয়ে দোকানদারের সাথে বাকবিতণ্ডা শুরু করে। এক পর্যায়ে সে দোকানদারের পাওনা পরিশোধ না করেই চলে য়ায়।
এরপর কয়েকজন সহযোগীসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই দোকানে হামলা চালায় এবং দুজনকে কুপিয়ে আহত করে। এ সময় অন্যান্য ব্যবসায়ী মিলে তাদের ধাওয়া দিয়ে বিজিতকে রাম দাসহ আটক করে গণপিটুনি দেন।
খবর পেয়ে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। তার রিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন জানান।
বিজিত ছাত্রলীগের কর্মী বলে এলাকার ব্যবসায়ীরা দাবি করেছেন।
No comments:
Post a Comment