সুরমা টাইমস রিপোর্টঃ বান্ধবীর সাথে কুকর্ম করতে গিয়ে জনতার হাতে আটক হলেন মনিরুল ইসলাম নামের এক পুলিশ সদস্য। অসামাজিক কার্যকলাপের অভিযোগে বান্ধবীসহ তাকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। মনিরুল ইসলাম সিলেট আরআরএফ’র পুলিশ সদস্য। সোমবার সকালে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের রঙ্গিটিলায় এ ঘটনা ঘটে।
রঙ্গিটিলা গ্রামের আবদুল খালিক, হানির মিয়া, কুদই মিয়া, আবদুন নূর ও জামাল উদ্দিন জানান, পুলিশ সদস্য মনিরুল ইসলাম তাদের গ্রামের এক মহিলার বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। গত রবিবার রাতে মনিরুল ওই বাড়িতে যান। সারারাত তিনি মহিলার সাথে সময় কাটিয়ে ভোরে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। পরে খবর পেয়ে পুলিশ মনিরুল ও মহিলাকে থানায় নিয়ে যায়। গ্রামবাসী জানান, ওই মহিলা গত ইউপি নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। তার বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে।
জনতার হাতে আটকের পর মনিরুল ও ওই মহিলা জানান, তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বন্ধু হিসেবে মনিরুল তার বাড়িতে বেড়াতে এসেছিলেন। বিমানবন্দর থানার ওসি খায়রুল ফজল জানান, অসামাজিক কার্যকলাপের অভিযোগে জনতা এক মহিলাসহ পুলিশ সদস্য মনিরুলকে আটক করে পুলিশে দিয়েছে। ওই মহিলা তার বান্ধবী বলে দাবি করেছে মনিরুল। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
কুকর্ম করতে গিয়ে জনতার হাতে পুলিশ সদস্য আটক
Monday, November 4, 2013
Labels:
# সুরমা টাইমস
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment