মৌলভীবাজারে হরতালের বিপক্ষে আওয়ামী লীগের দুগ্রুপের মিছিল সমাবেশ
মৌলভীবাজার প্রতিনিধি : ১৮ দলীয় জোটের ডাকা হরতালের বিরুদ্ধে আওয়ামী লীগের দুই গ্রুপ শহরে আলাদা আলাদা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
মঙ্গলবার ৫ অক্টোবর দুপুর ১২টায় মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য সৈয়দ মহসীন আলীর নেতৃত্বে বেরিরপাড় এলাকায় তার বাসভবন থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পশ্চিমবাজার এলাকা ঘুরে চৌমোহনা চত্বরে সমাবেশে মিলিত হয়।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মসুদ আহমদের সভাপতিত্বে ও ফজলুল করিমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মো. ফিরোজ, ভূপতি রঞ্জন চৌধুরী, গণতন্ত্রী পার্টির নেতা গজনফর আলী চৌধুরী, ছাত্রলীগ সভাপতি মো. জাকারিয়া প্রমুখ।
এরপর জেলা আওয়ামী লীগের অন্য গ্রুপ হরতালের বিপক্ষে চৌমোহনা চত্বরে মিছিল ও সমাবেশ করে।
এদিকে শহরের চাঁদনীঘাট এলাকায় পিকেটিং করার সময় পুলিশ ৫ পিকেটারকে আটক করেছে।
মৌলভীবাজারে শান্তিপূর্ণ হরতাল চলছে। হরতালের সমর্থনে ১৮ দলীয় জোট মিছিল করে।
No comments:
Post a Comment