স্টাফ রিপোর্টার :
সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪। গতকাল বুধবার সকাল ১০টা ৩৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর স্থায়িত্ব ছিল ৩-৫ সেকেন্ড। তবে এ ঘটনায় কোন হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের পার্শ্ববর্তী ভারতের মেঘালয়ে।
আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা জানান, ঢাকা থেকে ৩৮৯ কিলোমিটার উত্তর-পূর্বে আসামের বড়পাথর এলাকায় এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তর (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী বাংলাদেশ সময় গতকাল বুধবার সকাল ১০টা ১৬ মিনিটে ভারত সীমান্তে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪। এদিকে, ভূমিকম্পটি ‘মাঝারি শক্তির’ বলে ধরা হলেও সিলেট বিভাগের কোথাও কোথাও এবং ঢাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয় বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আবু সাঈদ চৌধুরী জানান, বিদ্যুৎ সংযোগ বিকল থাকায় সিলেট ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভূকম্পন যন্ত্রটি কাজ করছে না। তাই সিলেট থেকে ভূকম্পনের মাত্রা মাপা যায়নি। তবে ঢাকা থেকে জানা গেছে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬।
সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত
Wednesday, November 6, 2013
Labels:
# কাজির বাজার
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment