স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমা থেকে ইয়াবাসহ এক কিশোর মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতের নাম- মোঃ ঝাড়– মিয়া (১৫)। সে চাঁদপুর জেলার শাহরাস্তি থানার আহাম্মদনগর গ্রামের মৃত তাজু মিয়ার পুত্র। বর্তমানে সে দক্ষিণ সুরমা ভার্থখলা এলাকার চুনু মিয়ার কলোনীর বাসিন্দা।
কিন্তু পুলিশের নথিতে ঝাড়ুর বয়স দেয়া হয়েছে ১৮ বছর। এ সময় তার অপর সহযোগী মাদক ব্যবসায়ী মীর হোসেন ওরফে বাগানী (২৬) পালিয়ে যায়।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত পোনে ৮ টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন রেলওয়ে স্টেশনের কাঠের দোকানের সামনে অভিযান চালিয়ে কিশোর মাদক বিক্রেতা মোঃ ঝাড়– মিয়াকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১৫ হাজার টাকা দামের ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ব্যাপারে মহানগর গোয়েন্দা পুলিশের এএসআই রিয়াজ উদ্দিন বাদি হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেন। নং- ৩ (০৫-১১-১৩)।
মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের এসআই আইন উদ্দিন জানান, ইয়াবা ট্যাবলেটগুলো ধৃত ঝাড়– মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ী মীর হোসেন ওরফে বাগানীর নিকট হতে ক্রয় করে অধিক মুল্যে খুচরা ভাবে শহরের বিভিন্নস্থানে মাদক সেবীদের কাছে বিক্রয় করে আসছিল বলে সে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।তদুপুরি মামলার মূল রহস্য উদঘাটন ও পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। গতকাল পুলিশ গ্রেফতারকৃত ঝাড়– মিয়াকে নথিতে ১৮ বছর দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
No comments:
Post a Comment