পিলখানায় নিহত কর্নেল জাহিদের খুনিদের শাস্তিতে স্ত্রী ছন্দার শুকরিয়া আদায়
অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া : পিলখানায় নিহত কর্নেল এবিএম জাহিদ হোসেন চপলের স্ত্রী ছন্দা হোসেন বলেছেন, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করে টেলিভিশনে রায় শুনেছি। দীর্ঘদিন পরে হলেও নৃশংস হত্যাযজ্ঞের বিচার হয়েছে। যাকে হারিয়েছি তাকে আর কোনদিন পাবোনা; কিন্তু দেশের সবচেয়ে বড় হত্যাকাণ্ডের বিচার হয়েছে-এতেই আমি খুশি। এ জন্য সরকারকে ধন্যবাদ জানাই।
এর বেশি কিছু বলতে পারেননি তিনি। ফোন হাতেই কান্নায় ভেঙ্গে পড়েন বিডিআর সদর দফতরে নিহত বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা গ্রামের কর্ণেল এবিএম জাহিদ হোসেন চপলের স্ত্রী ছন্দা হোসেন। খানিক পর তিনি স্বামীর উত্তসূরীদের জন্য দেশবাসীর কাছে দোয়া চান, যাতে তারা প্রকৃত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।
ছন্দা হোসেন বলেন, আর্মি অফিসাররা তাকে আদালতে যাবার জন্য অনুরোধ করেছিলেন; কিন্তু কয়েকদিন যাবত তিনি শারীরিকভাবে অসুস্থ থাকায় যেতে পারেননি। তবে টিভির পর্দায় চোখ রেখে রায়ের জন্যে প্রহর গুণেছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১০ লাখ টাকা আর সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী আর্থিক সহযোগিতা পাওয়ার পাশাপাশি তিনি বর্তমানে রাজউক স্কুল এন্ড কলেজে কর্মরত আছেন।
এদিকে সরকারিভাবে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস কর্নেল এবিএম জাহিদ হোসেন চপলের কবরস্থান পাকা করে দিয়েছেন। তার নামে তার নিজ গ্রামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে।
No comments:
Post a Comment