জয়ের সফর আ. লীগের সাংগঠনিক অবস্থা ও নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে

Thursday, November 7, 2013

জয়ের সফর আ. লীগের সাংগঠনিক অবস্থা ও নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে


নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর নাতি ও প্রধানমন্ত্রীর ছেলে খ্যাতিমান আইটি বিশেষজ্ঞ সজিব ওয়াজেদ জয়ের সিলেট সফর আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আওয়ামী লীগ নেতারা মনে করছেন।


বৃহস্পতিবার ৭ নভেম্বর দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে আহুত এক সংবাদ সম্মেলনে জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতবৃন্দ এই প্রত্যাশা ব্যক্ত করেন।


নেতৃবৃন্দ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের আগে সিলেট আসতেন। একইভাবে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। এরই ধারাবাহিকতায় সজিব ওয়াজেদ জয় এই পুণ্যভূমিতে আসছেন।


সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতবৃন্দ বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন কাজের বিবরণ তুলে ধরেন। উল্লেখ করেন বঙ্গবন্ধুর খুনিদের সাজা কার্যকর করা, যুদ্ধাপরাধীদের বিচার শুরু ও বিডিআর হত্যাকাণ্ডের বিচারের রায় ঘোষণার কথা। একই সাথে অভিযোগ করেন, বিএনপি-জামাতের নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে ষড়যন্ত্র করেছে। দেশবাসীকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।


নেতৃবৃন্দ জানান, ৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌলভীবজারের বড়লেখা উপজেলায় আসছেন। সেখানে তিনি বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।


সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্র্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, জেলা সভাপতি জেলা পরিষদ প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী ও মহানগর সভাপতি সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। এছাড়াও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।


সজিব ওয়াজেদ জয়ের সিলেট সফর সম্পর্কে আরো খবর পড়তে খবরাখবর বিভাগে ক্লিক করুন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License