আমাদের সিলেট ডটকম:
সিলেটের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ, সিলেট সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ, ভাষা সৈনিক বরেণ্য লেখক অধ্যাপক আবুল বশরের দাফন সম্পন্ন হয়েছে।
আজ আছরের নমাজের পর নয়াসড়ক জামে মসজিদের জানাজার নামাজ শেষে তাকে হযরত মানিক পীর (র.) টিলায় দাফন করা হয়।
ভাষা সংগ্রামী অধ্যক্ষ আবুল বশর আজ শনিবার সকাল ৮টা ২০ মিনিটে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৩ সেপ্টেম্বর তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত প্রায় এক মাস ধরে তিনি ওসমানী হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন ছিলেন।
ভাষা সৈনিক অধ্যক্ষ আবুল বাশারের মরদের বিকেল সাড়ে ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়। সেখানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তার কফিনে ফুল দিযে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বাদ আছর নয়াসড়ক জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ আবুল বশর ১৯৩৪ সালের ১৭ জানুয়ারি সিলেট নগরীর জল্লারপারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম রিয়াছত উল্লাহ এবং মাতা হামিদা বানু। মুত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে, নাতি-নাতনী এবং বিপুল সংখ্যক আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
অর্থমন্ত্রীর শোক : বরেণ্য শিক্ষাবিদ, ভাষা সৈনিক ও লেখক সিলেট সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল বশর এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি।
এক শোক বার্তায় মন্ত্রী বলেন, অধ্যাপক আবুল বশর প্রকৃত অর্থে একজন জ্ঞানী, গুণি, সমাজ এবং দেশ দরদি ব্যক্তি ছিলেন। আজীবন তিনি সকল লোভ, লালসার ঊর্ধ্বে থেকে শিক্ষার আদর্শকে বুকে ধারণ করে মানুষ গঠনের মহান সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তার মতো একজন আদর্শ ও অভিজ্ঞ শিক্ষকের সান্নিধ্য থেকে এই সিলেটের অনেকেই আলোকিত মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। যাহা একজন সফল শিক্ষক হিসেবে তার জীবনের সবচেয়ে সার্থকতা বলে আমি মনে করি। মন্ত্রী বলেন, একে একে সিলেটে আমাদের গুণীজন হারিয়ে যাচ্ছে। আর এই হারিয়ে যাওয়ার শূন্যতা সহজে পূরণের নয়। তিনি এসব গুণীজনের চিন্তা চেতনা ও আদর্শকে অনুসরণ করে বর্তমান প্রজন্মের সবাইকে স্ব স্ব ক্ষেত্রে নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
মন্ত্রী মরহুম আবুল বশরের কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মহান আল্লাহর দরবারে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার পরিজনসহ সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
No comments:
Post a Comment