ফাইল ফটো
সুরমা টাইমস রিপোর্টঃ সিলেট চেম্বার নির্বাচন স্থগিতের পরও দ্বন্দ্ব থামছেনা ব্যবসায়ীদের মধ্যে। দুটি পক্ষ একে অপরের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। সিলেট ব্যবসায়ী পরিষদের পর গতকাল শনিবার সংবাদ সম্মেলন করে বিভিন্ন অপপ্রচারের জবাব দিয়েছেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদ নেতৃবৃন্দ। তারা বলেছেন, একটি মহল মতার দাপট দেখিয়ে অন্যায়ভাবে চেম্বারের নেতা হতে চাচ্ছে। তারা বলেন, সম্মিলিত ব্যবসায়ী পরিষদের আন্দোলন কোনো ব্যাক্তি বিশেষের বিরুদ্ধে নয়। অযোগ্যদের বিরুদ্ধে। গতকাল নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ নেতৃবৃন্দ ছাড়াও লিখিত বক্তব্য পাঠ করেন, পরিষদের যুগ্ম আহবায়ক শাহ আলম।
লিখিত বক্তব্যে তিনি উলেখ করেন, গত ৮ অক্টোবর সিলেট ব্যবসায়ী পরিষদের পক্ষে আব্দুস সালাম নামের এক ব্যবসায়ী মিথ্যা ও বিভ্রান্তর বক্তব্য দিয়েছেন। তিনবারের সাবেক চেম্বার সভাপতি ফারুক আহমদ মিছবাহ সম্পর্কে মানহানীকর বক্তব্য ছাড়াও আদালতে বিচারাধীন বিষয় নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। মিছবাহকে নিয়ে যেসব অভিযোগ তারা করেছেন তার একটিরও সত্যতা মিলেনি বিভিন্ন তদন্তে।
এক প্রশ্নের জবাবে ব্যবসায়ী নেতৃবৃন্দ জানান, অধিকার রক্ষার জন্য যে কেউ আদালতে যেতে পারে। সেজন্য সে মামলাবাজ হয়না। সিলেট চেম্বার নির্বাচনে দুইজন প্রার্থী অধিকার প্রতিষ্টিত করতে না পেরে তারা উচ্চ আদারতের আশ্রয় নেন। ফলে আদালত নির্বাচন স্থগিত করেন। সংবাদ সম্মেলনে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, পরিষদের আহবায়ক এম.এ সাত্তার, সাবেক চেম্বার সভাপতি ফারুক আহমদ মিছবাহ, ব্যবসায়ী হাছিন আহমদ মিন্টু, হাফিজুর রহমান, লায়েছ উদ্দিন প্রমুখ।
No comments:
Post a Comment