সিলেট সদর উপজেলার একটি ক্রীড়া সংগটক গোল্ডেন উইন স্পোটিং ক্লাব এর পক্ষ থেকে সিলেট সিটি কর্পোরেশনের ক্রীড়া ও সংস্কৃতিক কমিটির সাবেক চেয়ারম্যান ৪নং ওয়ার্ডের ৩ বারের কাউন্সিলার রেজাউল হাসান লোদী কয়েছ লোদী ভাইকে বিপুল ভোটে প্যানেল মেয়র নির্বাচিত করায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ সকল কাউন্সিলার বৃন্দকে গোল্ডেন উইন ষ্পোটিং ক্লাবের অভিনন্দন ও শুভেচ্ছা। ক্লাবের নেতৃবৃন্দ এক অভিনন্দন বার্তায় বলেন, কয়েছ লোদী ভাই প্যানেল নির্বাচিত হওয়ায় সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর আরও পরিবর্তনের যে প্রতিশ্র“তি দিয়েছিলেন আরও বেশি সফল হবে বলে আমরা বিশ্বাস করি। আল্লাহ যে মেয়র আরিফুল হক চৌধুরী ও প্যানেল মেয়র কয়েছ লোদী ভাইকে সকল ধরনের সহযোগিতা করে আমরা এই সকল কর্মসূচী কে বাস্তবায়ন করে যাইতে পারি সেজন্য নগর বাসাীকে তাদের জন্য দোয়া করি। অভনন্দন বার্তারা হলেন, গোল্ডেন উইন ষ্পোটিং ক্লাবের সভাপতি মোঃ শাহিন আহমদ, সাধারণ সম্পাদক এইচ.এম দেলোয়ার, সাংগঠনিক সম্পাদক টিপুজ্জামান, অর্থ সম্পাদক আলী আহসান, আম্বরখানা ব্যবসায়ী মোঃ আব্দুল ফাত্তাহ, জুনেদ আহমদ, ক্লাব সদস্য জাহেদ আহমদ, মামুন আহমদ, নজমুল হোসেন, আখতার হোসেন, সাইফুল হোসেন, নাজির হোসেন, মওদুদ আহমদ, লায়েক আহমদ, আকমল হোসেন, এখলাছুর রহমান, নুরুলজ্জামান, সামছুজ্জামান, আফজল হোসেন তুহিন প্রমুখ। বিজ্ঞপ্তি
কয়েছ লোদী প্যানেল মেয়র নির্বাচিত হওয়ায় গোল্ডেন উইন স্পোটিং ক্লাবের অভিনন্দন
Friday, October 11, 2013
Labels:
# সুরমা টাইমস
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment