বড়লেখায় তালামীযের দুগ্রুপে সংঘর্ষে আহত ১০ ॥ টেস্ট পরীক্ষা পণ্ড

Saturday, October 12, 2013

বড়লেখা তালামীযের দুগ্রুপে সংঘর্ষে আহত ১০ ॥ টেস্ট পরীক্ষা পণ্ড


বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চান্দগ্রাম এইউ সিনিয়র ফাযিল মাদ্রাসায় ১২ অক্টোবর দুপুরে তালামীযে ইসলামিয়ার দুগ্র“পের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।


প্রত্যক্ষদর্শীরা জানায়, এইউ সিনিয়র ফাযিল মাদ্রাসা ছাত্র সংসদের সহ সভাপতি তালামীযে ইসলামিয়া নেতা ফাযিল দ্বিতীয় বর্ষের ছাত্র জাবের আহমদের প্রেমের সম্পর্ক আলিম প্রথম বর্ষের ছাত্রী সুজিদা ইয়াছমিনের সাথে। সম্প্রতি ফেসবুকে জাবের আহমদ সম্পর্কে আপত্তিকর পোস্ট দেয়া নিয়ে সুজিদা ইয়াছমিনের সহপাঠী শিমুল আহমদের সাথে কথা কাটাকাটি হয় জাবের আহমদের। এ নিয়ে সংগঠনের নেতাকর্মীরা দুটি গ্রুপে ভাগ হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।


প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষের এক পর্যায়ে জাবের আহমদের গ্রুপের কর্মীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুস আহমদকে তার কার্যালয় কক্ষে প্রায় ৩ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। অন্যগ্রুপ চলতি সমাপনী, জেডিসি ও দাখিলের টেস্ট পরীক্ষার্থীর হলে ঢুকে উত্তরপত্র ছিঁড়ে ফেলে এবং ডেস্ক ও বেঞ্চ ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় জাবের আহমদ ও আবু সাঈদকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


বড়লেখা থানার ওসি সেলিম নেওয়াজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License