আমাদের সিলেট ডটকম:
নগরীর ১২টি স্পটে বসেছে অবৈধ কোরবানির পশুর হাট। এসব অননুমোদিত হাট উচ্ছেদে নিজের অসহায়ত্বের কথা প্রকাশ করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী। প্রশাসনের যোগসাজশে এসব পশুর হাট বসেছে বলে অভিযোগ করেছেন তিনি। তবে, এ সব হাট উচ্ছেদের লক্ষ্যে শনিবার বিকেলে ঝটিকা অভিযান চালিয়েছেন তিনি। তবে, সে অভিযানে খুব একটা সুফল আসেনি।
আজ বিকেলে কুমারপাড়াস্থ নিজ বাসভবনে এক জরুরী সংবাদ সম্মেলন ডাকেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। ঐ সংবাদ সম্মেলনে তিনি জানান, সিলেটে অনুষ্ঠিতব্য টি-টুয়েন্টি বিশ্বকাপের লক্ষ্যে দুয়েক দিনের মধ্যেই সিলেট সফর করার কথা আইসিসি’র প্রতিনিধি দলের। এ লক্ষ্যে বেশ আগেই সংবাদ সম্মেলন করে সিলেট নগরীর কাজিরবাজার ছাড়া অন্য কোথাও পশুর হাট না বসানোর জন্য সব মহলকে অনুরোধ জানানো হয়েছিল। আইসিসি প্রতিনিধি দল সিলেট বিভাগীয় স্টেডিয়ামের পাশাপাশি কয়েদির মাঠে নির্মাণাধীন ইনডোর স্টেডিয়াম পরিদর্শণ করতে পারে। এছাড়া, নগরীর যানজটসহ সার্বিক পরিস্থিতি নিয়েও রিপোর্ট করবে আইসিসি প্রতিনিধি দল। এজন্য, সিলেট সফরকালে প্রতিনিধি দল যাতে নগরীতে অনুকূল পরিবেশ দেখতে পায়, সেজন্যই অবৈধ পশুর হাট না বসানোর অনুরোধ জানানো হয়েছিল।
মেয়র জানান, নগর কর্তৃপক্ষের সেই অনুরোধ উপেক্ষা করে নগরীর কমপক্ষে ১২টি স্পটে অবৈধ কোরবানির পশুর হাট বসেছে। এর মধ্যে রয়েছে- নগরীর মেন্দিবাগ সংলগ্ন কয়েদির মাঠ, সোবহানীঘাটের সবজি বাজার, কদমতলী ফল মার্কেট, রিকাবীবাজার, আম্বরখানা সংলগ্ন জালালাবাদ স্কুল মাঠ, পাঠানটুলা, চৌকিদেখী, কুমারগাঁও ইত্যাদি এলাকা। সকালে এসব অবৈধ হাট বসানোর খবর পেয়ে নগর কর্তৃপক্ষের পক্ষ থেকে কোতোয়ালী থানা পুলিশ ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহায়তা কামনা করা হয়। কিন্তু রহস্যজনক কারণে, এসএমপি কর্তৃপক্ষ এসব হাট উচ্ছেদে কোন পদক্ষেপ নেয়নি।
সংবাদ সম্মেলনের পর মেয়র আরিফুল হক চৌধুরী সশরীরে সোবহানীঘাট সবজি বাজার ও কয়েদির মাঠে পশুর হাট এলাকা পরিদর্শন করেন। এ সময় মেয়র অবিলম্বে এসব বেআইনী হাট বন্ধ করা না হলে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে হাট বন্ধ করা হবে বলে হাটের আয়োজকদের জানিয়ে আসেন।
সিলেট নগরীর ১২ স্পটে অবৈধ কোরবানির পশুর হাট: উচ্ছেদে মেয়রের ঝটিকা অভিযান
Saturday, October 12, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment