নিখোঁজ দুবাই প্রবাসীর লাশ উদ্ধার হলো ১৪ দিন পর হাকালুকি হাওর থেকে

Friday, October 11, 2013

নিখোঁজ দুবাই প্রবাসীর লাশ উদ্ধার হলো ১৪ দিন পর হাকালুকি হাওর থেকে


বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে নিখোঁজ হওয়ার ১৪ দিন পর দুবাই প্রবাসী আব্দুল আজিজের বস্তাবন্দি লাশ পার্শ্ববর্তী হাকালুকি হাওর থেকে উদ্ধার করা হয়েছে।


আব্দুল আজিজ (২৯) কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের মাইজগাঁও গ্রামের আব্দুল হকের ছোট ছেলে। পরিবারের সদস্য ও থানা পুলিশ জানায়, ২৭ সেপ্টেম্বর বিকেলে নিজের বাড়ি থেকে কে বা কারা তাকে তার ব্যবহৃত মোবাইল ফোনে (০১৭৮৪-৮৭৮৭৮৪) কল করে ভাটেরা পুরানবাজারে যাওয়ার অনুরোধ জানায়। সেই কথামতো তিনি বাড়ি থেকে বের হন। যাবার সময় পরিবারের সদস্যদের শুধু ভাটেরা বাজারে যাচ্ছেন বলে জানিয়ে যান। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিনা। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। ৬ অক্টোবর তার দুবাই যাওয়ার কথা ছিল।


এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে ২৮ সেপ্টেম্বর কুলাউড়া থানায় জিডি করার পর ৭ অক্টোবর আবুল হাশেম নামের একজনের নাম উল্লেখসহ আরো ৪/৫ জনকে অভিযুক্ত করে অপহরণ মামলা দায়ের করা হয়।


১০ অক্টোবর বিকেলে উপজেলার হাকালুকি হাওরে আব্দুল আজিজের লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।


কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. হাসানুজ্জামান জানান, এখন অপহরণ মামলাকে হত্যা মামলায় রূপান্তর করা হবে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License